India & World UpdatesHappeningsBreaking News
রবিবার থেকে দু’ সপ্তাহের পূর্ণ লকডাউন পশ্চিমবঙ্গে
১৫ মে : রবিবার থেকে দু’সপ্তাহের পূর্ণ লকডাউনে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শনিবারই এ কথা ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। কোভিড সংক্রমণের গতি আটকে দিতেই ১৬ মে থেকে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানও এই লকডাউনে বন্ধ থাকবে। এমনকি কলকাতা মেট্রো সহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থাও লকডাউনে বন্ধ থাকার কথা ঘোষণা করেছে মমতা সরকার। তবে শুধুমাত্র জরুরিকালীন পরিষেবা লকডাউনের মধ্যে চালু থাকবে।
রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুধুমাত্র মুদি দোকান ও অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। আরও আশ্চর্যজনক বিষয় হল, মিস্টির দোকানগুলোকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি পেট্রোল পাম্পগুলো খোলা থাকবে, যদিও ব্যাংক জাতীয় আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে।
তাছাড়া শিল্প প্রতিষ্ঠানগুলো যেখানে বন্ধ থাকবে, সে জায়গায় চা বাগানগুলোকে ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু রাখার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। লকডাউন চলাকালীন রাজ্যে কোনও ধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক, শৈক্ষিক ও ধর্মীয় সমাবেশ হতে পারবে না। বিবাহ অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন ও সৎকারে সর্বাধিক ২০ জন থাকতে পারবেন। ই-কমার্স এবং হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে। খোলা থাকবে ওষুধের দোকান, চশমার দোকান সহ সমস্ত জরুরি পরিষেবা।