Barak Updates
পেনশনঃ রন্টু বাগচীকে ভারতীয় বলে স্বীকৃতি দিল অসম সরকার!
১৪ আগস্টঃ বিশিষ্ট সংস্কৃতি কর্মী হিসেবে রন্টু বাগচীকে সম্মানসূচক পেনশনের জন্য মনোনীত করেছে অসম সরকার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে যে পেনশন তালিকা প্রকাশিত হয়েছে, তাতে অন্যান্যদের সঙ্গে রয়েছেন কাছাড় জেলার রন্টু বাগচীও। এই মনোনয়নে সংস্কৃতি কর্মীর স্বীকৃতির চেয়েও রন্টুবাবুর কাছে বড় পাওনা, সরকার তাঁর নাগরিকত্ব স্বীকার করে নিয়েছে। কারণ ওই সম্মানের প্রাথমিক শর্তই হল, ভারতীয় হতে হবে এবং অসমের স্থায়ী বাসিন্দা হওয়া চাই। দুটির কোনওটি নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা না থাকলেও গত মাসে রন্টু বাগচীকে ঘোষিত বিদেশি বলে নোটিশ পাঠায় এনআরসি কর্তৃপক্ষ। তার নাম এনআরসি থেকে কেন বাদ পড়বে না, নথিপত্র সহ তাঁর বক্তব্য জানাতে বলেছিল। ৫ জুলাই কুম্ভাবাগান পঞ্চায়েত কার্যালয়ে প্রয়োজনীয় নথিপত্র দেখান। এখনও বিষযটি ঝুলে রয়েছে। আগামী ৩১ অগস্ট চূড়ান্ত এনআরসি প্রকাশিত হলেই জানা যাবে তার ভবিষ্যত।
রন্টুবাবু বলেন, উতকণ্ঠা তো একটা লেগেই থাকে। তবু এই সম্মান আমাকে সুস্থভাবে বেঁচে থাকবে সাহায্য করবে। প্রসঙ্গত, ১৯৪৩ সালে শিলচর শহরেই তাঁর জন্ম। স্কুল-কলেজ শিলচরেই। ১৯৬৬, ১৯৭১ সহ পরবর্তী সবকটি নির্বাচনে ভোট দিয়েছেন। বর্তমানে যে বাগচীবাড়িতে তাঁরা বসবাস করছেন সেটি ১৯৪৪ সালে কেনা। এর পরও তাঁকে বিদেশি নোটিশ, আক্ষেপ সকলের।
English text here