Barak UpdatesHappeningsBreaking News

রথীন্দ্র ভট্টাচার্য প্রয়াত

১৬ সেপ্টেম্বরঃ করিমগঞ্জের সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি-সমাজনীতির প্রাজ্ঞ ব্যক্তিত্ব রথীন্দ্র ভট্টাচার্যের জীবনাবসান ঘটেছে। বুধবার সকাল ৭টা ১২ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর৷ চিরকুমার রথীন্দ্রবাবু রেখে গিয়েছেন ২ ভাই ও ১ বোন৷ আরেক বোন দিনদশেক আগে করিমগঞ্জে প্রয়াত হয়েছেন৷

রথীন্দ্রবাবু ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় কমিটির উপসভাপতি। তাঁর প্রয়াণে বরাক উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইটবার্তায় গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি বলেন, “তাঁর নিঃস্বার্থ কর্মকাণ্ড  বরাক উপত্যকায় বিজেপির ভিত শক্ত করেছে৷” মুখ্যমন্ত্রী পরে রথীন্দ্রবাবুর ভাইকে ফোন করে তাঁর সমবেদনা ব্যক্ত করেন৷

করিমগঞ্জের জেলাশাসক আনবুমাথান এমপি এবং পুলিশ সুপার কুমার সঞ্জয়কৃষ্ণ রথীন্দ্রবাবুর বাড়ি গিয়ে পুষ্পস্তবক দিয়ে তাঁকে শেষশ্রদ্ধা জানান৷

শোক জানিয়েছেন বঙ্গ সাহিত্যের নেতৃবৃন্দও। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত বলেন, “তাঁর মৃত্যুতে সংগঠন অন্যতম একনিষ্ঠ একজন অভিভাবককে হারালো। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে তিনি ছিলেন আমাদের দিগদর্শক, প্রেরণাদাতা, ভরসাস্থলও। তাঁর প্রয়াণ এক শূন্যতা নিয়ে এলো।” করিমগঞ্জ জেলা সমিতির কর্মকর্তা মাশুক আহমেদ বলেন, “করিমগঞ্জের সমাজজীবনে অসামান্য অবদানের জন্য বেঁচে থাকবেন রথীন্দ্রবাবু।প্রান্তিক মানুষের উপকার করতে গিয়ে কখনো রাজনীতির কথা ভাবতেন না তিনি।”

রথীন্দ্রবাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন৷ শেষে করোনায় সংক্রমিত হয়ে ভর্তি হয়েছিলেন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ আইসিইউতে রেখে প্লাজমা দিয়ে দ্রুত করোনামুক্ত করা গেলেও শেষরক্ষা হয়নি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker