Barak UpdatesHappeningsBreaking News

রক্ষা পেলেন ১৪৪ যাত্রী, উড়েও জরুরি অবতরণ শিলচর-কলকাতা বিমানের

ওয়েটুবরাক, ১০ নভেম্বর : বুধবার সকালে শিলচর রানওয়ে থেকে যথারীতি উড়েছিল এয়ার ইন্ডিয়ার শিলচর-কলকাতা বিমান৷ একটু এগোতেই পাইলট টের পান, গিয়ারের সমস্যা ৷ ঝুঁকি নিতে চাননি ৷ দ্রুত যোগাযোগ করেন শিলচর এটিসি-র সঙ্গে৷ ২০ মিনিটের মধ্যে ১৪৪ যাত্রী নিয়ে শিলচর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন৷ বিমানের চাকা রানওয়ে স্পর্শ করতেই ধোঁয়া বেরোতে দেখা যায়৷ ফায়ার ব্রিগেড ও অ্যাম্বুলেন্স ততক্ষণে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত হয়ে যায়৷ তবে কোনও ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই একে একে সব যাত্রী বিমান থেকে বেরিয়ে আসেন৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, হাইড্রলিক লিকের দরুন বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দিয়েছিল৷ তখনই যদি বিষয়টি ধরা না পড়ত বা পাইলট যদি ঝুঁকি নিয়ে এগিয়ে যেতেন, তাহলে কী যে ঘটত, ভেবেই আঁতকে উঠছেন যাত্রীরা৷

শিলচর বিমানবন্দরের ডিরেক্টর পিকে গড়াই জানিয়েছেন, কী করে এমন কারিগরি সমস্যা দেখা দিয়েছে, খতিয়ে দেখা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker