Barak UpdatesHappeningsBreaking News
রক্তদান করে মেয়ের জন্মদিন পালন বাবার, শামিল আরও ৭
ওয়ে টু বরাক, ২ জুন : মুমূর্ষু রোগীর জীবন রক্ষা করার জন্য স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মেয়ে অদৃতির পঞ্চম জন্মদিন পালনের এক অভিনব পথ বেছে নিলেন বাবা প্রণব (তাপস) বিশ্বাস ও তাঁর শুভাকাঙক্ষীরা। আজ ২ জুন কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকে অদৃতির জন্মদিন পালন হল এভাবেই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটিও।
সার্ভিস ওয়ার্ল্ড এর সত্ত্বাধিকারী তাপস বিশ্বাস পারতেন কোনও বড়সড় হোটেলে ঝিং-চ্যাক বাজনা-গান ও পার্টি দিয়ে হ্যাপ্পি বার্থডে টু ইউ বলে বিশাল বড় কেক কেটে মেয়ে অদৃতির জন্মদিন পালন করতে। কিন্তু না। বেছে নিলেন অনন্য এক পন্থা। অদৃতির মঙ্গল কামনায় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে জন্মদিন পালন। মেয়ের মঙ্গল কামনায় ফোরামের এক্সিকিউটিভ মেম্বার প্রণব বিশ্বাসের সঙ্গে রক্তদানে এগিয়ে এলেন আরও ৭ জন। এরা হলেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, রাহুল রায়, গোপাল দত্ত, শুভদীপ দত্ত, বিশ্বজিৎ দেব, রাহুল পাল, সুকান্ত পাল।
রক্তদানের উদ্দেশ্য একটাই। শুধু নিজের মেয়ের মুখের হাসি নয়, হাসি ফুটুক সেই রোগী সহ তাদের পরিবারের সবার মুখে যারা আজ রক্তের অভাবে মৃত্যুর সাথে লড়াই করছে। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফোরামের কাছাড় জেলা সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত। তিনি এই অভিনব উদ্যোগ নেওয়ার জন্য প্রণব বিশ্বাসকে অভিনন্দন জানানোর পাশাপাশি অদূতির উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করেন। তাপসের এই অভিনব পথ অন্যদের উৎসাহিত করবে বলে সকলেই অভিমত ব্যক্ত করেন। বক্তব্য রাখেন ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সবনম বাহার বড়ভূঁইয়াও।
শিবির চলাকালীন রক্তদাতাদের উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি ড. মনোজকুমার পাল, মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, শিবম দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের টেকনিশিয়ান সাদিক আহমেদ সহ আয়ান চাকমা, অনুরাধা দেব, মমতা রাজবংশী, প্রিয়াঙ্কা সিং, অঞ্জলি সিনহা প্রমুখ।
শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র, মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।