Barak UpdatesHappeningsBreaking News
রক্তদান আন্দোলনকে শক্তিশালী করতে করিমগঞ্জের পদত্যাগী সদস্যরা ফিরলেন ফোরামে
ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
ওয়ে টু বরাক, ১ ডিসেম্বর : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির এক সভা ১ ডিসেম্বর, রবিবার শিলচর সদরঘাটের মিলন মন্দির ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল । অনুষ্ঠিত সভায় মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা প্রশান্ত বসু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশু পাল, কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল ও হাইলাকান্দি জেলা সম্পাদক রঞ্জিত ঘোষ। বরাক উপত্যকার তিন জেলাতেই আগামী দিনে স্বেচ্ছা রক্তদানকে আরও প্রসারিত করতে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার উদ্দেশ্যে এই সভা আয়োজন করা হয়েছিল।
শিলচর মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্ক ও সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ, তাদের সাথে রক্তদান শিবির সংগঠিত করার ব্যাপারে ২০১৯ সাল থেকে স্বেচ্ছায় রক্তদানের পরিপন্থী ও জনস্বার্থ বিরোধী যেসব নীতি নিয়ম চালু করেছে, সে সব নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায়। বাস্তব পরিপ্রেক্ষিতে সেইসব নীতি নিয়ম যে পরোক্ষে রক্তদাতাদের নিরুৎসাহিত করছে, ক্ষতি হচ্ছে রক্তদান আন্দোলনের, পাশাপাশি সমস্যায় পড়ছেন রোগাক্রান্ত ব্যক্তিরা। এইসব নিয়ে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বোপরি সাধারণ মানুষের কাছে ফোরামের বক্তব্য তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন জেলাতেই এই উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, করিমগঞ্জ জেলা কমিটির পদত্যাগকারী বিক্ষুব্ধ সদস্যরাও ইতিমধ্যে সংগঠনে ফিরে এসে ফোরামের ব্যানারে রক্তদান আন্দোলনকে শক্তিশালী করার কাজে আত্মনিয়োগ করেছেন। পাশাপাশি করিমগঞ্জে (বর্তমান শ্রীভূমি) নতুন কমিটিও গঠন করা হয়েছে। আগামী চারমাসের জন্য জনসাধারণকে আরও বেশি স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করে রক্ত সংগ্রহের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। বন্ধ হয়ে যাওয়া ফোরামের ওয়েবসাইট পুনরায় নবীকরণ করে নিয়মিত চালু রাখার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, কেন্দ্রীয় কমিটির জেনারেল ফান্ড সংগ্রহ, স্থায়ী অফিস নির্মাণের উদ্যোগ নেওয়া, সদস্য সংগ্রহ, রক্তবিজ্ঞান নিয়ে সচেতনতা সভার আয়োজন, উপত্যকার বিভিন্ন এলাকায় সংগঠনের বিস্তার ইত্যাদি বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিনের জরুরি সভায় কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল দাস ও সঞ্জীব দে, কোষাধ্যক্ষ অনুপ দত্ত, প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী, কেন্দ্রীয় কার্যবাহী সদস্য মধুমিতা নাগ, নন্দদুলাল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন এবং ফোরামের উন্নতিকল্পে প্রত্যেকেই নিজ নিজ অভিমত ব্যক্ত করেন।