Barak UpdatesHappeningsBreaking News

রক্তদানে শুরু লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের নতুন কমিটির কার্যকাল

ওয়েটুবরাক, ৫ জুলাইঃ লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার‌ নানা রকম সমাজসেবামূলক কাজের মধ্যে রক্তদানকে সব চেয়ে বেশি গুরুত্ব দেয়। গত দুই বছরে ক্লাবের সদস্য-সদস্যারা ২৬৬ ইউনিট রক্ত সংগ্রহ করেন এবং প্রায় ৩০ জন কোভিড রোগীকে প্লাজমা দান করেন। এ ধারাবাহিকতা ধরে রাখার অঙ্গীকার করে ২০২১-২২ বর্ষের কার্যকালও রক্তদানেই শুরু হয়েছে। গত ১ জুলাই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তথা লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২জি-র রিজিওন চেয়ারপারসন সব্যসাচী রুদ্র গুপ্ত এবং লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সহ-সভাপতি ইন্দ্রনীল রুদ্র গুপ্ত ২জন মুমূর্ষু রোগীকে রক্তদান করেন।

২০২১-২২ বর্ষের সভাপতি মনোনীত হয়েছেন আনন্দ ঘোষ। ক্লাব প্রশাসক পদে প্রাক্তন সভাপতি অনুপ দত্ত। রয়েছেন সহ-সভাপতি ইন্দ্রনীল রুদ্র গুপ্ত, দেবরাজ ধর, ডা. পিনাক মহন্ত, সম্পাদিকা লাকি দাস, যুগ্ম সম্পাদক রোহিত পাল ও সুদীপ পাল, কোষাধ্যক্ষ উত্তম দে, সার্ভিস চেয়ারপারসন অভ্রদীপ দে, মেম্বারশিপ চেয়ারপারসন অমিত হোড়, কমিউনিকেশন এন্ড মার্কেটিং চেয়ারপারসন শিবম দাস, ক্লাব ডিরেক্টর ঝুমুর দত্ত ও ডা. ওয়াই. এন. সিং এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটার তথা লিও এডভাইজার সব্যসাচী রুদ্র গুপ্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker