Barak UpdatesHappeningsBreaking News

রংপুর ডিভাইডারে জোর ধাক্কা গাড়ির, জখম পাঁচ যাত্রী

ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বর : দেবাঞ্জনা সাহা, হর্ষ জালান, সপ্তর্ষি আচার্য, প্রথম খান্ডেলওয়াল ও তানিশা সোম পাঁচ বন্ধু মিলে এয়ারপোর্ট রোডে এক অনুষ্ঠানে গিয়েছিলেন৷ ফেরার পথে রংপুর ডিভাইডারে জোর ধাক্কা লাগে গাড়ির৷ পাঁচ বন্ধুর সকলে জখম হন৷ ঘটনা রবিবার রাত সাড়ে এগারোটায়৷

Rananuj

প্রথম খান্ডেলওয়ালের চোট সামান্য বলে রাতেই  মেডিক্যাল কলেজ থেকে ছেড়ে দেওয়া হয়৷ পরে ছাড়া হয় তানিশা সোমকেও৷ সপ্তর্ষি আচার্য মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন৷ হর্ষ জালান ও দেবাঙ্গনা সাহার জখম গুরুতর৷ তাদের জীবনজ্যোতি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

শহরের প্রতিষ্ঠিত পরিবারের ২২-২৩ বছর বয়সী পাঁচ তরুণ-তরুণীর এমন চোট-আঘাতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ জানিয়েছে, কী করে এই দুর্ঘটনা সংঘটিত হল, খতিয়ে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, অতি দ্রুত গাড়িচালনার দরুন ডিভাইডারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির স্টিয়ারিঙে থাকা তরুণ৷  দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker