Barak UpdatesHappeningsBreaking News
রংপুরের সুপ্রীতি পালের পরিবারের তিন সদস্যও পজিটিভ
২ জুলাই: রংপুর আঙ্গারজুরের ৬১ বছর বয়সী সুপ্রীতি পালের পরিবারের তিন সদস্যের পজিটিভ নিশ্চিত হয়৷ তাঁরা হলেন রাজদীপ পাল (৩৫), দেবব্রত পাল (৩১), দূরপদ পাল (৩১)৷ সুপ্রীতিদেবী করোনায় যে আক্রান্ত, তা বুধবার ধরা পড়ে৷ তাঁর ট্র্যাভেল হিস্ট্রি না থাকায় প্রশাসন দ্রুত পরিবারের ৬ সদস্যের সবার লালারসের নমুনা সংগ্রহ করে৷ সেখান থেকেই ৩ জনের পজিটিভ ধরা পড়ে৷
এক পরিবারের ৪ জনের কোভিড আক্রান্ত হওয়া শুধু বরাক নয়, রাজ্যেই আগে আর ঘটেছে কিনা কেউ স্পষ্ট বলতে পারলেন না৷
তাঁদের নিয়ে এ দিন কাছাড়ে মোট ১০ জনের করোনা ধরা পড়েছে৷ সকালে সংক্রমণ ঘটে ডা. অরিনা রাহার গাড়িচালক স্বপন নমঃশূদ্র ও ধলাইর বেকিরপারের বৃদ্ধ সুকোমল সিনহা৷ বিকালে আরও ৮ জনের কথা জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ৷ তাদের মধ্যে সুপ্রীতি পালের পরিবারের ৩ সদস্য ছাড়াও রয়েছেন কালাইন হাসপাতালের নার্স ২৯ বছর বয়সী শুক্লা মাহাতোও৷ আসাম টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামে (এটিএসপি) তাঁর লালারস সংগ্রহ করা হয়েছিল। একই প্রোগ্রামে কালাইন হাসপাতালে লালারস নিয়ে পজিটিভ হয়েছেন ২৭ বছরের অরুণকুমার যাদবও। বাকি তিনজন হলেন ২৯ বছরের শঙ্কর হালদার, ১৮ বছরের সাগর দাস (ত্রিপুরাফেরত) এবং ২৫ বছর বয়সী সোনাই রানিপুরের অপু মিঞা লস্কর (মুম্বাই ফেরত)। শঙ্কর হালদারেরও ট্র্যাভেল হিস্ট্রি নেই। ধলছড়া কেন্দ্রীয় বিদ্যালয়ে এটিএসপি-তে তাঁর লালারস নেওয়া হয়েছিল।