Barak UpdatesHappeningsBreaking News

যোগ শিক্ষার প্রসার, মউ স্বাক্ষর করল শিলচর নিরাময় শ্ৰীশ্ৰী মদনমোহন ট্ৰাস্ট

ওয়ে টু বরাক, ১৩ জুন : শীঘ্ৰই নিরাময় যোগ শিক্ষা সংস্থান-এর প্ৰশিক্ষণ ও সাৰ্টিফিকেশ প্ৰোগাম শুরু হচ্ছে শিলচর তারাপুর মদনমোহন আখড়া ভবনে৷ জুনের শেষের দিক থেকেই শুরু হবে ভৰ্তি প্ৰক্রিয়া৷ এর আগে সেন্টারের নিয়ম-শৃঙ্খলা সম্পৰ্কে জানিয়ে দেওয়া হবে ইচ্ছুক প্ৰাৰ্থীদের৷ বিভিন্ন বয়সিরা নিয়মিত যোগ অনুশীলন কোৰ্সে ভৰ্তি হতে পারবেন৷ তাছাড়াও শিক্ষক প্ৰশিক্ষণ সহ নানা পৰ্যায়ের সাৰ্টিফিকেশন কোর্সও করতে পারবেন যোগ্য প্ৰাৰ্থীরা৷

Rananuj

মঙ্গলবার শ্ৰীশ্ৰী মদনমোহন বিগ্ৰহ ট্ৰাস্ট ও শ্ৰীশ্ৰী শিবলিঙ্গ বিগ্ৰহ ট্ৰাস্টের সঙ্গে নিরাময়-এর আনুষ্ঠানিক মউ স্বাক্ষরের পরই এই ঘোষণা করা হয়েছে৷ ওইদিন শ্ৰীশ্ৰী মদনমোহন ট্ৰাস্টের তরফে ‘মউ’-এ স্বাক্ষর করেন সভাপতি শিবব্ৰত দত্ত৷

অন্যদিকে নিরময়ের পক্ষে চেয়ারম্যান ডাঃ অজিতকুমার ভট্টাচাৰ্য স্বাক্ষর করেন চুক্তি-পত্ৰে৷
যোগ শিক্ষার প্ৰচার-প্ৰসার সহ যোগের মাধ্যমে সমাজে ভাল থাকার বাৰ্তা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মদনমোহনের কৰ্মকৰ্তারা৷ মদনমোহনের এই গুত্বপূৰ্ণ প্ৰয়াসকে সফল করে তুলতে অঙ্গীকারবদ্ধ নিরাময়, উল্লেখ করেন ডাঃ অজিত ভট্টাচাৰ্য৷

একইদিনে সবার হাত ধরে নিরাময়ের একটি ছোট বইও আনুষ্ঠানিক প্ৰকাশিত হয়৷ কাৰ্যত নিরাময়ের যোগ কৰ্মসূূচির বিষয়ে সংক্ষিপ্ত জানান রয়েছে ওই বইয়ে৷

অনুষ্ঠানে মদনমোহনের পক্ষে শামিল ছিলেন সম্পাদক কণাসিন্ধু দেব চৌধুরী, অসীম কুমার দত্ত, শ্যামসুন্দর শৰ্মা, দেবব্ৰত চৌধুরী, অমিতাভ দাস প্ৰমুখ৷ নিরাময়ের পক্ষে অন্যদের মধ্যে ছিলেন মহিলা শাখার সভানেত্ৰী কল্যাণী চৌধুরী, ডিরেক্টর শতাক্ষী ভট্টাচাৰ্য, উপদেষ্টা বিক্রমজিৎ চক্রবৰ্তী ও শিক্ষক অভিক ভট্টাচাৰ্য৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker