Barak UpdatesHappeningsBreaking News
যক্ষ্মাতঙ্কে শিলচর এনআইটি
ওয়েটুবরাক, ১৯ মার্চ: যক্ষ্মারোগ আতঙ্ক ছড়িয়েছে শিলচর এনআইটিতে৷ ফেব্রুয়ারিতে এক ছাত্র সংক্রমিত হতেই উদ্বেগ দেখা দেয়৷ পরে সতর্কতামূলক পরীক্ষায় আরও পাঁচ ছাত্রের ল্যাটেন্ট টিবি বা ঘুমন্ত যক্ষ্মা ধরা পড়ে৷ তাতেই ছাত্রছাত্রী এবং শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা দুশ্চিন্তায়৷ তবে কাছাড় জেলা যক্ষ্মা নিরোধক অফিসার রত্না চক্রবর্তী জানান, উদ্বেগের কোনও কারণ নেই৷ ল্যাটেন্ট টিবি বা ঘুমন্ত যক্ষ্মা কোনও রোগ নয়, এর সংক্রমণ ক্ষমতাও নেই৷ একমাত্র তা সক্রিয় হলেই যক্ষ্মা বলা হয়৷ এটা যাতে না হতে পারে, সে জন্য পাঁচজনকেই ওষুধ দেওয়া হয়েছে৷ তিনি এনআইটিতে গিয়ে সকলকে এ সব বুঝিয়ে বলেছেন৷ তাঁর কথায়, বাংলাদেশ থেকে আসা এক ছাত্রের যক্ষ্মা ধরা পড়েছিল৷ ওষুধ নিয়ে ওই ছাত্র বাড়ি গিয়েছেন৷ এর পরই সতর্কতা হিসাবে তাঁর সংস্পর্শে আসা ৪৭ ছাত্রের আইজিআরএ টেস্ট করা হয়েছিল৷ কারও যক্ষ্মা ধরেনি৷ ছাত্রছাত্রীদের একাংশের দাবি, এই সময়ে কিছুদিনের জন্য অনলাইন ক্লাশ করা হোক, যাতে কোনও ভাবে সংক্রমণ মারাত্মক রূপ না নেয়৷