India & World UpdatesHappeningsCultureBreaking News
মৌলিক গানের জন্য অস্কার জিতল ‘নাটু নাটু’, গর্বিত ভারত
ওয়েটুবরাক, ১৩ মার্চঃ বিশ্বমঞ্চে জয়জয়কার ‘নাটু নাটু’-র। ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’। এ বার সেরা মৌলিক গানের জন্য অস্কার জিতল এই গান। আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করল এই ছবি। ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ ছবির এই বিখ্যাত গানের শুটিং হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কির বাসভবনে। পিছনে রাজকীয় প্রাসাদ, সামনে সবুজ ঘাসের গালিচা। বিরাট সেই বাগানে নাচছেন জুনিয়র এনটিআর ও রামচরণ।
এস এস রাজামৌলির ‘আরআরআর’ ছবির গানের জন্য অস্কার মঞ্চে পুরস্কার নিলেন গীতিকার চন্দ্র বোস ও সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণী। ‘নমস্তে’ বলে সেরার শিরোপা গ্রহণ করেন তাঁরা। গর্বে, আনন্দে উদ্বেলিত তখন গোটা দেশ।
এ বার অস্কার জিতল ভারতীয় তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ও। ‘সেরা ডকুমেন্ট্রি শর্ট’ বিভাগে পুরস্কার জিতল এই ছবি। পরিচালক কার্তিকি গঞ্জালভিজ। প্রযোজক গুনিত মঙ্গা। এক অনাথ হাতির গল্প নিয়ে এই তথ্যচিত্র৷ ২০২২ সালে ছবিটি ওটিটিতে মুক্তি পায়।
তবে শ্রেষ্ঠ তথ্যচিত্র বিভাগে বাংলার ছেলে শৌনকের ডকুফিল্ম ‘অল দ্যাট ব্রিদস’ মনোনয়ন পেলেও অস্কার এল না তাঁর কাছে।
অস্কার মঞ্চে জোড়া সাফল্যের দরুন খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উচ্ছ্বসিত দেশবাসী৷