India & World UpdatesHappeningsBreaking News
মোদির ৭১-এ শরিকের ১১, বাদ অজিতের এনসিপি
ওয়েটুবরাক, ১০ জুন : ফের দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদি। শপথ নিলেন তাঁর ৭১ মন্ত্রী। তাঁদের মধ্যে ৩০ জন পূর্ণমন্ত্রী। ৩৬ জন প্রতিমন্ত্রী। বাকিরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত। শরিক দল থেকে মোট এগারো জন রয়েছেন তালিকায়। এর মধ্যে পূর্ণমন্ত্রী ৫ জন। চিরাগ পাসোয়ান (এলজেপি), এইচ ডি কুমারস্বামী (জেডিএস), রামমোহন নাইডু (টিডিপি), লালন সিং (জেডিইউ) ও জিতনরাম মাঁঝি (এইচএএম)। প্রতিমন্ত্রী ৬ জন। রামদাস আঠাওয়ালে (আরপিআইএ), রামনাথ ঠাকুর (জেডিইউ), প্রতাপরাও যাদব (শিব সেনার শিণ্ডে শিবির), জয়ন্ত চৌধুরী (আরএলডি), চন্দ্রশেখর পেম্মাসানি (টিডিপি) এবং অনুপ্রিয়া প্যাটেল (আপনা দল)। এনসিপির অজিত পাওয়ার শিবির থেকে কাউকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। নতুন মন্ত্রিসভায় নেই অনুরাগ ঠাকুর, রাজীব চন্দ্রশেখর, নারায়ণ রানের পুরনো মুখ। তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশ। তার পরই বিহার। বাংলা থেকে মাত্র দুজন। শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার। দুজনই শপথ নিলেন প্রতিমন্ত্রী হিসেবে। অসম থেকে সর্বানন্দ সোনোয়াল পূর্ণমন্ত্রী এবং পবিত্র মার্ঘেরিটা প্রতিমন্ত্রী৷