পবন খারে এ দিন এআইসিসি-র রায়পুর প্ল্যানারি অধিবেশনে যাওয়ার জন্য বিমানে চড়ে বসেছিলেন। তখনই তাঁকে দিল্লির পুলিশ কমিশনার নীচে ডেকে আনেন। পরে অসমের হাফলং থানার এক মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করা হয়।
নরেন্দ্র দামোদরদাস মোদিকে বিকৃত করে তিনি নরেন্দ্র গৌতমদাস মোদি বলে উল্লেখ করেছিলেন। পবনের ওই মন্তব্যে কিছুদিন ধরে রাজনৈতিক মহলে ঝড় বয়ে চলে। বৃহস্পতিবার বিমান থেকে নামিয়ে তাঁকে গ্রেফতারের ঘটনায় অসমে কংগ্রেসিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেন, আসাম পুলিশ এই রাজ্যের মান-সম্মান ডুবিয়েছে। অসমের গণতান্ত্রিক পরম্পরা, সাংস্কৃতিক ঐতিহ্য নষ্ট করছে।