Barak UpdatesHappeningsBreaking News
মে দিবসে ছাত্রীদের লড়াই বোঝাল জনশিক্ষণ সংস্থা
ওয়েটুবরাক, ২ মে : শ্রমিক দিবস উপলক্ষে রবিবার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে শিলচর জনশিক্ষণ সংস্থানের উদ্যোগে একদিবসীয় সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র ব্যানারে ভারত সরকারের নির্দেশে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের মধ্যে শ্রমিক দিবসের তাৎপর্য এবং দৈনন্দিন জীবনে লড়াইয়ের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্রীদের উদ্দেশ্যে শ্রমিক দিবসের ইতিহাস বিশদভাবে আলোচনা করেন জনশিক্ষণ সংস্থানের প্রোগ্রাম অফিসার অরিত্র ধর। জনশিক্ষণ সংস্থানের নির্দেশিকা মৌটুসী চক্রবর্তী বলেন, সময়ের সাথে নিজেদেরে বদলাতে হবে। আজকের যুগে জীবনের প্রতি পদক্ষেপে লড়াই করেই এগিয়ে যেতে হয় মেয়েদের। অধিকার আদায়ে যখনই মেয়েরা এগিয়ে গেছে, তখনই চাপের মুখে পড়তে হয়েছে তাদের।
এদিনের অনুষ্ঠানের মুখ্য বক্তা শিলচর বার লাইব্রেরির আইনজীবী তুহিনকান্তি দাস ভারতীয় সংবিধান দ্বারা জনগণকে প্রদত্ত মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য ছাড়াও বিভিন্ন আইনকানুন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন। তিনি বলেন, বিদ্যালয় থেকে পাশ করে বের হবার পরই আবাসিক ছাত্রীদের জীবনে শুরু হবে এক নতুন লড়াই। যে লড়াইয়ের ময়দানে থাকবে এক অজানা শক্তি। সেসব দিনগুলিতে জীবনে এক আলাদা মানে রাখবে এসব দিনগুলি। তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন খুব ভালভাবে পড়াশুনো করে নিজেদের পায়ে দাঁড়ান। আজকের এই সমাজে পড়ার কোনও বিকল্প নেই। হাজার বাধা বিঘ্ন এলেও ভেঙে পড়া নয়, বরং সে বাধাকে অতিক্রম করে বুক চিতিয়ে লড়াই করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষে মতামত তুলে ধরেন হোস্টেল ওয়ার্ডেন পাপড়ি দে। তিনি বলেন, নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদেরই এগিয়ে আসতে হবে। এ ধরনের অনুষ্ঠান খুবই দরকারি আজকের যুগে। জনশিক্ষণ সংস্থানের এই পদক্ষেপে নিজেদের অধিকারের ব্যাপারে বিস্তৃতভাবে জানার সুযোগ পেয়েছে তাঁর বিদ্যালয়ের ছাত্রীরা। উপস্থিত ছিলেন শিক্ষিকা সুহিনাজ আক্তার, এম বেবি থয় সিংহ ও সুজয় মজুমদার। প্রোগ্রাম অফিসার অরিত্র ধর অনুষ্ঠান শেষে অনুষ্ঠান আয়োজনে সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।