Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে গিয়ে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখলেন দীপায়ন
ওয়ে টু বরাক, ২৯ ফেব্রুয়ারি ঃ শিলচরে মুখ্যমন্ত্রীর সফরের আগে একাধিক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সব ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। আগামীকাল অর্থাৎ ১ মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শিলচর মেডিক্যাল কলেজে ২৬৫ কোটি টাকা ব্যয়ে নবনির্বিত টাটা ক্যান্সার হাসপাতালটি উদ্বোধন করবেন। এছাড়াও মেডিক্যাল কলেজে নবনির্মিত বহু প্রতীক্ষিত আমরুত পানীয় জলের প্রকল্প উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে।
স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জল শিলচরের এই দুটি বড় প্রকল্প উদ্বোধন হওয়ার আগে এর সবরকম প্রস্তুতি সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বুধবার দুপুরে দলীয় কর্মকর্তাদের নিয়ে দীপায়ন প্রথমে ছুটে যান মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা টাটা ক্যান্সার হসপিটালে। কথা বলেন মেডিক্যালের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত, উপাধ্যক্ষ অভিজিৎ স্বামীর সঙ্গে। উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর প্রবেশপথ সহ পরিদর্শনের জায়গাগুলো সম্পর্কে সংশ্লিষ্ট হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে জানতে চান বিধায়ক।
এরপর দীপায়ন চলে যান আমরুত প্রকল্পটি মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধনের আগে সেখানকার যাবতীয় প্রস্তুতি খোঁজ করতে। কথা বলেন আমরুতের প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের সঙ্গে। বিধায়কের সঙ্গে এ দিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্লক মণ্ডল বিজেপি সভাপতি শ্যামল কান্তি দেব, নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, মধ্যশহর মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি দেবাশিস সোম, বিধায়কের পিএইচই-র প্রতিনিধি সঞ্জয় রায়, যুব মোর্চার নিউ শিলচর মণ্ডলের সভাপতি দীপক চক্রবর্তী, বিধায়ক কন্যা ঋতুজা চক্রবর্তী, প্রাক্তন জিপি সভাপতি সুরাট দাস সহ অন্যান্য দলীয় কর্মকর্তা।