NE UpdatesBarak UpdatesHappenings
মেঘালয়ে বাঙালি নিগ্রহ, শিলচরে বিক্ষোভ
৭ অক্টোবর: মেঘালয়ের বিভিন্ন গ্রামে বাঙালিদের ওপর নির্যাতন চলছে৷ এই অভিযোগ এনে বুধবার শিলচরে বিক্ষোভ দেখায় আমরা বাঙালি ও বরাক ফোরাম৷ দুই সংগঠন পৃথকভাবে উদ্যোগ নিলেও উভয়ই প্রায় একই সময়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে মিলিত হওয়ায় তাঁরা মিলেমিশে একাকার হয়ে যান৷ একই ইস্যু বলে এক সুরে সবাই শ্লোগান তোলেন৷
আমরা বাঙালির আসাম রাজ্য কমিটির প্রধান সম্পাদক সাধন পুরকায়স্থ বলেন, অধিকাংশ বাঙালি পরিবারে পুরুষরা ঘরছাড়া৷ আটমাস ধরে তাদের রুজি-রোজগার বন্ধ৷ ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না৷ দিনমজুররা কাজে যেতে পারছেন না৷ মহিলা-শিশুদেরও নানাভাবে হেনস্তা করা হচ্ছে৷
গত ফেব্রুয়ারিতে সিএএ বিরোধী সভা চলার সময় মেঘালয়ের পূর্ব খাসি হিল জেলার ইছামতি এলাকায় স্থানীয় বাংলাভাষী বাসিন্দাদের সঙ্গে খাসি ছাত্র সংগঠনের হাতাহাতি হয়। মারা যায় খাসি ছাত্র সংগঠনের সমর্থক এক ট্যাক্সিচালক। সেখান থেকেই সূত্রপাত। সাধন পুরকায়়স্থের কথায়, ইছামতি, ভোলাগঞ্জ, কালিবাড়ি, কালাতক গ্রামে বঙ্গভাষীরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন৷ তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে তাঁরা স্মারকপত্র পাঠিয়েছিলেন৷ কিন্তু সাড়া মেলেনি৷ এ সপ্তাহেই তাঁরা মেঘালয় সীমায় গিয়ে বিক্ষোভ দেখাবেন বলে সাধনবাবু জানিয়েছেন৷
অন্যদিকে বরাক ফোরাম সূত্রে বলা হয়েছে, মেঘালয়ে বাঙালিদের উপর চলা অত্যাচারের প্রতিবাদে তাঁদের বিক্ষোভ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এ দিন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সমবেত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা সংস্থার রূপক চক্রবর্তী, জয়দীপ ভট্টাচার্য ও চিন্ময় ভট্টাচার্য, সারা আসাম বাঙালি যুব-ছাত্র সংস্থার রথীন্দ্র দাস এবং সমর ভট্টাচার্য, বরাক ভ্যালি ইয়ুথ ইউনিয়নের অনিক চক্রবর্তী প্রমুখ। ছিলেন তমোজিত সাহা, কৃষাণু ভট্টাচার্য, কমল চক্রবর্তী, সমরবিজয় চক্রবর্তী, দিলীপ সিংহের মত মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা।