NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে কনরাড সাংমারই সরকার হচ্ছে
ওয়েটুবরাক, ২ মার্চ : মেঘালয়ে কনরাড সাংমার সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা৷ ৬০ আসনের বিধানসভায় ৫৯ আসনে ভোটগ্রহণ হয়েছে৷ এনপিপি বেলা পৌনে একটায় ২৬ আসনে এগিয়ে৷ শক্ত প্রতিদ্বন্ধী হয়ে ওঠার দাবিদার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র ৫ আসনে এগিয়ে রয়েছে৷ বিজেপিও ৫ আসনে জয়ের সম্ভাবনা৷
আগের বার বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়েছিল বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল। পৃথক লড়লেও পুরনো জোটের জয় অনুমান করে মেঘালয়ে ইতিমধ্যেই উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছে এনপিপি।
মেঘালয়ের তৃণমূল নেতা মুকুল সাংমার সঙ্গে জোড় লড়াই চলছে এনপিপি প্রার্থী নিহিম ডি শিরার। সোংসাক বিধানসভা কেন্দ্রে আপাতত মুকুল এগিয়ে থাকলেও নিহিমের সঙ্গে তাঁর ব্যবধান মাত্র ৩৭৯ ভোটের।