NE UpdatesBarak UpdatesHappenings

মেঘালয়ের খনিতে নিহতদের মধ্যে রাতাবাড়ির তিন ভাই

২৩ জানুয়ারি: মেঘালয়ের কয়লা খনিতে অবৈধভাবে কয়লা তোলা হচ্ছিল৷ এরই জেরে প্রাণ গেল ছয়জনের৷ ক্ল্যারিয়েট পুলিশ ওই খনির মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে নিজারাই মামলা দায়ের করেছে৷ কিন্তু তাদের কারও সন্ধান মেলেনি৷ মেঘালয় পুলিশের এআইজিপি জি কে ইয়াংগ্রেল জানান, ২১ জানুয়ারি দুর্ঘটনার খবর পেয়েই তারা পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার ডেইনশালু গ্রামের ঘটনাস্থলে ছুটে যান৷ প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন, একটি মেশিন বিগড়ে যাওয়াতেই বিপত্তি বাঁধে৷ দুর্যোগ মোকাবিলা বাহিনী সবকিছু খতিয়ে দেখে নিশ্চিত হয়েছে, ভেতরে আর কেউ আটকে নেই এবং মৃতের সংখ্যা বৃদ্ধিরও কোনও আশঙ্কা নেই৷

Rananuj

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনকে এখনও শনাক্ত করা যায়নি৷ অনুমান করা হচ্ছে, তাঁর বাড়ি কাছাড় জেলায়৷ কাছাড়ের একজনকে অবশ্য শনাক্ত করা গিয়েছে৷ তিনি কাটিগড়ার লেবারপোতা গ্রামের আব্দুল সবুর চৌধুরী৷ রাতাবাড়ির চারজনের তিনজনই এক পরিবারের৷ এরা হলেন রাতাবাড়ির পূর্ব জালালাবাদ গ্রামের মাহমুদুর রহমানের তিন ছেলে মকবুল হোসেন (৪৫), আলি হোসেন (৪০) ও দিলোয়ার হোসেন (৩৫)৷ অন্যজন তাদের প্রতিবেশী হিলাল উদ্দিন৷

ঘটনার খবর পেয়েই পূর্ব জালালাবাদ গ্রাম সহ পাঠাখাউরি জিপি এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ একসঙ্গে তিনভাইয়ের মৃত্যুতে পরিবারের সদস্যদের কান্নায় বাতাস ভারি হয়ে ওঠে৷ অত্যন্ত হতদরিদ্র পরিবারের পক্ষে মৃতদেহগুলো ক্ল্যারিয়াট থেকে আনা সম্ভব নয়৷ এলাকাবাসী বিধায়ক বিজয়কুমার মালাকারের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহগুলো আনার ব্যবস্থা করতে অনুরোধ জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker