Barak UpdatesHappeningsBreaking News
মৃদুলা ভট্টাচার্যের ‘বোধের উঠোন’ উন্মোচিত
ওয়েটুবরাক, ২২ জুলাই: উন্মোচিত হল মৃদুলা ভট্টাচার্যের কবিতার বই ‘বোধের উঠোন’৷ সোমবার সন্ধ্যায় ৯৫ কবিতার এই বইটির মোড়ক খুলে আনুষ্ঠানিক ভাবে সকলের সামনে তুলে ধরেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপক ড. রমা পুরকায়স্থ, গল্পকার ঔপন্যাসিক ঝুমুর পান্ডে, প্রাক্তন শিক্ষিকা শ্যামলী দেবী ও সাংবাদিক দিলীপ সিং। তাঁরা সকলেই মৃদুলা ভট্টাচার্যের কবিতার গুণমান এবং বৈচিত্র্যের প্রশংসা করেন।
বোধের উঠোন মৃদুলার লেখা নবম গ্রন্থ৷ ঝুমুর পান্ডে বলেন, মৃদুলা ভট্টাচার্য সৃজনীরও সম্পাদক, একটি সাহিত্য পত্রিকা যা ১৯ বছর ধরে চলছে। এছাড়াও তিনি সৃজনীবার্তা নামে আরেকটি সাহিত্য ও সংবাদ পত্রিকা চালান। তিনি বরাক উপত্যকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত। নীরবে অনেক কাজ করে যান। তিনি বিভিন্ন বিষয়ে গল্প, প্রবন্ধ এবং নিবন্ধ লিখেছেন।
ড. রমা পুরকায়স্থ মৃদুলা ভট্টাচার্যের সাহস ও অভিব্যক্তি শক্তির প্রশংসা করেছেন। তিনি বলেন, “মৃদুলা সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না। তিনি তার কলমকে পরিবর্তনের অস্ত্র হিসেবে ব্যবহার করেন।” লেখক ও আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুলও মৃদুলা ভট্টাচার্যকে তাঁর সাহিত্যকৃতির জন্য প্রশংসা করেন। তিনি সকল কবিকে তাঁদের রচনা চালিয়ে যেতে উৎসাহিত করেন। বলেন, লেখার অভ্যাস কখনোই ত্যাগ করা উচিত নয়। শ্যামলী দেবীও কবি ও তাঁর কাব্যপ্রতিভা নিয়ে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন জয়ন্তী দত্ত, জয়শ্রী ভট্টাচার্য, দিলীপ সিং, আদিমা মজুমদার, শতদল আচার্য, দেবাশিস (সায়ন) চক্রবর্তী প্রমুখ। তাপস ভট্টাচার্য, প্রণব দাস, কিরণ রাশ, স্বাগতা চক্রবর্তী, অভিজিৎ রায় চৌধুরী এবং অন্যান্যরাও মৃদুলা ভট্টাচার্যকে তার কাব্যকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী স্বাগতা চক্রবর্তী । পুরো অনুষ্ঠান পরিচালনা করেন দিলীপ সিং।