Barak UpdatesHappeningsBreaking News

মৃত্যুবার্ষিকীতে সহিরুল ইসলামকে স্মরণ করল বদরপুর প্রেস ক্লাব

ওয়েটুবরাক, ২১ ফেব্রুয়ারি : তিনি শুধু সাংবাদিক‌ই ছিলেন না, সেইসঙ্গে ছিলেন সমাজদরদী এক ব্যক্তিত্ব। পাশাপাশি ক্রীড়া সংগঠক‌ও। রাজ্য মাস্টার্স গেমসে করিমগঞ্জ জেলার হয়ে প্রথম পদক জিতেছিলেন সহিরুল ইসলাম বকুল। তিনি করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং হকি খেলোয়াড়‌ও ছিলেন। রবিবার তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল বদরপুর প্রেস ক্লাব এবং করিমগঞ্জ হকি অ্যাসোসিয়েশন।

Rananuj

রবিবার ভোরে প্রেস ক্লাবের উদ্যোগে তৃতীয় বার্ষিক হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর সবগুলি পুরস্কার দেওয়া হয় সহিরুল ইসলামের স্মৃতিতে। এছাড়া দুপুরে বদরপুর এএসটিসি কমপ্লেক্সে অবস্থিত ক্লাব কার্যালয়ে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সহিরুল ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।

হাঁটা প্রতিযোগিতায় স্থানীয়রা ছাড়াও আল হিরা ন্যাশনাল অ্যাকাডেমি এবং আল ইসলাহ অ্যাকাডেমির পড়ুয়ারা অংশগ্রহণ করেন। এএসটিসি কার্যালয়ের সামনে থেকে এই প্রতিযোগিতার ফ্ল্যাগ অফ করেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য। এর আগে হাঁটার প্রয়োজনীয়তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক দিদারুল ইসলাম এবং আল হিরা স্কুলের কর্মকর্তা মনসুর আলম। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন সালমান আহমদ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে শেষ করেন যথাক্রমে আরাফাত আহমদ চৌধুরী এবং ইফজাল হুসেন। এছাড়া ইকবাল হুসেন ও আয়ান মুস্তাফাকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। দুপুরে স্মৃতিচারণ সভায় পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা৷

যীশু শুক্লবৈদ্যর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বদরপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি মাহতাবুর রহমান, প্রাক্তন সচিব সঞ্জয় দাস, প্রাক্তন কোষাধ্যক্ষ তাজ উদ্দিন, বদরপুর প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি অনিন্দ্য ভট্টাচার্য, সহিরুল ইসলামের দাদা ম‌ইনুল হক, কয়সর ফাহাদ, তৌহিদুল ইসলাম, সেন্ট অ্যান্টনি স্কুলের কর্মকর্তা আবিদুর রহমান, আল ইসলাহ স্কুলের শিক্ষক প্রমুখ বক্তব্য রাখেন।

বদরপুর প্রেস ক্লাবের সহসভাপতি সাইদুল ইসলাম বলেন, ক্যান্সার আক্রান্ত হয়ে অকালে চলে গেছেন সহিরুল ইসলাম বকুল। তবে তাঁর স্মৃতি এখনও উজ্জ্বল। তাঁর দেখানো পথ অনুসরণ করে আজ‌ও সমাজের কাজ করে যাচ্ছে বদরপুর প্রেস ক্লাব। আরেক সদস্য শরিফ উদ্দিন বলেন, প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতি ভীষণভাবে টের পাওয়া যায়। মনে হয়, মানুষটা থাকলে ক্লাবের ব্যানারে আরও অনেক কাজ করা সম্ভব হতো।

সহিরুল ইসলামের স্মৃতিতে কোন‌ও পুরস্কার চালু করা হলে এতে আল হিরা ও সেন্ট অ্যান্টনি স্কুল সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন মনসুর আলম ও আবিদুর রহমান। অনুষ্ঠানে বিশিষ্ট আইনজীবী দাইয়ান হুসেন বলেন, বদরপুরের সমাজজীবনে সহিরুল ইসলামের অভাব কখনও পূরণ হবে না। ম‌ইনুল হক বলেন, ভুল চিকিৎসার শিকার না হলে হয়তো তাঁর ছোট ভাই আর‌ও কিছুদিন বাঁচতেন। সহিরুল ইসলাম শুধু সাংবাদিক নয়, একজন সমাজসেবী হিসেবে কতটা অগ্রণী ভূমিকা পালন করেছেন, এ বিষয়ে সঞ্জয় দাস কয়েকটি ঘটনার উল্লেখ করেন। অনুষ্ঠানে সাংবাদিক টিঙ্কু সেন ও প্রাক্তন সংবাদকর্মী জবা হাজরিকাও উপস্থিত ছিলেন। সবশেষে প্রয়াত সহিরুল ইসলামের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেন্ট অ্যান্টনি স্কুল গ্রাউন্ডে এদিন করিমগঞ্জ হকি দলের প্র্যাকটিস শেষে সচিব এমাদ উদ্দিনের পৌরোহিত্যে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে আসাম হকি সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য তাজ উদ্দিন, হকি কোচ দীপক শুক্লবৈদ্য, করিমগঞ্জ হকির কর্মকর্তা আবিদুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তাতে জেলায় হকি খেলা আমদানি করার ক্ষেত্রে সহিরুল ইসলাম বকুল-এর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker