Barak UpdatesHappeningsBreaking News
মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরগরম শিলচর
ওয়েটুবরাক, ২৫ মার্চ : বিদ্যুৎ মাশুল, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার পরপর মিছিল বের হয় শিলচর শহরে৷ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্ষুদিরামের মূর্তির পাদদেশ৷
অনেকদিন পরে বড়সড় মিছিল করলেন কাছাড় জেলার যুব কংগ্রেসিরা৷ ইন্দিরা ভবন থেকে বেরিয়ে শহর পরিক্রমা করেন তাঁরা৷ দলের প্রদেশ সভাপতি অঙ্কিতা দত্ত ওই মিছিলে নেতৃত্ব দেন৷ উপস্থিত ছিলেন তমাল বণিক, সঞ্চিতা আচার্য প্রমুখ৷ কংগ্রেস নেতারা বলেন, দুই বছর ধরে করোনার প্রকোপের দরুন মানুষ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন৷ এই অবস্থায় সরকারের জিনিসপত্রের দাম কমানো, ছাড়-ভর্তুকি দেওয়ার কথা, কিন্তু এর বদলে খোদ সরকার ক্রমাগত মূল্যবৃদ্ধি ঘটাচ্ছে৷
এ দিন এসইউসিআই-ও ক্ষুদিরামের মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। তাঁরা বলেন, পঞ্জাব, দিল্লি সহ বহু রাজ্যে ভর্তুকি প্রদান করে সরকার গ্রাহকদের দু’শ, তিন’শ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করছে। সেখানে আসামে বিদ্যুৎ মাশুল হ্রাস করার পরিবর্তে বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়াও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির মূল্যবৃদ্ধি করা হচ্ছে।
দলের জেলা কমিটির সদস্য বিজিত কুমার সিংহ, হিল্লোল ভট্টাচার্য সহ অঞ্জন কুমার চন্দ, সজল কান্ত দাস, গৌরিশ দেব প্রমুখ বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন।
এ দিন শিলচরে উপস্থিত নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংহল বলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক বিষয়৷ সরকারের কিছু করার নেই৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ঘটলে দেশে দেশে পেট্রোপণ্যের দাম বাড়বেই৷