India & World UpdatesHappeningsBreaking News
মুর্শিদাবাদে তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশি, কাড়ি কাড়ি টাকা উদ্ধার
ওয়েটুবরাক, ৩০ নভেম্বর : বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। কত টাকা রয়েছে তা জানার জন্য নিয়ে আসা হয়েছে টাকা গোনার যন্ত্র।
বিধানসভার অধিবেশন চলছে বলে বর্তমানে কলকাতায় রয়েছেন জাফিকুল। তাঁর অনুপস্থিতিতে সাতসকালে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বাড়ি ঘিরে ফেলা হয়। তার পর বাড়ির সদস্যের সঙ্গে কথা বলে ভিতরে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারীরা। শুরু হয় তল্লাশি। কয়েক ঘণ্টা পর জাফিকুলের গ্যারাজের পিছন দিকে নথিভর্তি দু’টি ব্যাগ উদ্ধার হয়। সেই সব নথি আলাদা আলাদা করে খুঁটিয়ে পরীক্ষা করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। দুপুরের পর বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয় বিধায়কের বাড়ি থেকে। শৌচাগার ও শোয়ার ঘরের বাঙ্ক থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। কত টাকা মিলেছে তা এখনও স্পষ্ট নয়। টাকা গোণার কাজ শেষ হলেই তা জানা যাবে৷