India & World UpdatesHappeningsBreaking News

মুম্বাই বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, দুই পাইলট জখম

ওয়েটুবরাক, ১৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে মুম্বাই বিমানবন্দরে অবতরণের সময় আট যাত্রী সহ একটি প্রাইভেট জেট রানওয়ে থেকে ছিটকে যায়।  এতে ওই উড়ানের দুই পাইলট গুরুতর জখম হয়েছেন। বরাতজোরে রক্ষা পেয়েছেন ৬ যাত্রী।

Rananuj

ঘটনার পর মুম্বাই বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয় এবং সমস্ত উড়ান গোয়া ও আমেদাবাদে ঘুরিয়ে দেওয়া হয়। অবিরাম বৃষ্টির কারণে রানওয়েতে দৃশ্যমানতা ৭০০ মিটারের থেকে কম ছিল। দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট উড়ানটির মালিক দিলীপ বিল্ডকন, তাঁর একটি নির্মাণকারী সংস্থা রয়েছে৷

ডিজিসিএ বিবৃতি দিয়ে জানিয়েছে, “ভাইজাক থেকে মুম্বই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে অবতরণের সময় ফ্লাইটটির  চাকা পিছলে যায়। বিমানটিতে ৬ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য ছিলেন। প্রবল বৃষ্টির ফলে দৃশ্যমানতা ছিল 700 মিটারের কম।”

মুম্বই বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, “ রক্ষা যে, কোনও প্রাণহানির খবর নেই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker