Barak UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর নির্দেশেই হচ্ছে মালেগড় পর্যটন কেন্দ্র, জানালেন জেলাশাসক
ওয়েটুবরাক, ২৮ জুন: মালেগড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে যাতে কোনও ধরনের ত্রুটি না হয় তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের জেলাশাসককে নির্দেশ দিয়েছেন৷ মালেগড় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রসঙ্গ নিয়ে আজ সোমবার পাটকাই ট্রেকার্সের সদস্যরা জেলাশাসক খড়্গেশ্বর পেগুর সঙ্গে সাক্ষাৎ করলে একথা তিনি নিজে জানান। জেলাশাসক বললেন, করিমগঞ্জ জেলায় তিনি জেলাশাসকের দায়িত্ব নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী নিজে ফোন করে দুইবার মালেগড়ের খোঁজ নিয়েছেন । সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থলে পর্যটন কেন্দ্র যাতে তড়িৎ গতিতে শুরু হয় তার জন্য নির্দেশ দিয়েছেন৷
এ দিন জেলাশাসকের কার্যালয়ে করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ পাটকাই ট্রেকার্সের সদস্যদের সঙ্গে আলোচনায় খড়্গেশ্বর পেগু বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামীকাল তিনি সার্কেল অফিসার ও পূর্ত বিভাগীয় আধিকারিকদের নিয়ে মালেগড় পরিদর্শন করবেন । একই দিনে সেখানে যাচ্ছেন বিএসএফ কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল ডি কে বোরাও৷
জেলাশাসককের সঙ্গে কথা বলতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন, ইতিহাস বিজড়িত সিপাহী বিদ্রোহের পুণ্যভূমি দীর্ঘ দিন থেকে অবহেলিত অবস্থায় পড়ে ছিল৷ এই প্রথম পূর্ণ রূপ পেতে চলেছে । মালেগড় টিলাকে হেরিটেজ সেন্টার হিসাবে গড়ে তুলতে নিজে থেকে পদক্ষেপ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ।
এদিন পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে এক স্মারক পত্র তুলে দেওয়া হয় জেলাশাসকের হাতে । ভারত বাংলা সীমান্তে অবস্থিত ২৬ বীর শহিদের রণভূমি মালেগড় টিলাকে জরিপ করে তাঁর চতুঃসীমা নির্ধারণ করে দেওয়ার জন্য আহ্বান জানানো হয় পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে । পছন্দমত জমির বাহানায় পর্যটন প্রকল্পটি যেন মালেগড় থেকে না সরানো হয়, সে ব্যাপারেও তাঁরা জেলাশাসককে সতর্ক করে দেন৷
জেলাশাসককে স্মারক পত্র প্রদানকালে উপস্থিত ছিলেন পাটকাই ট্রেকার্সের মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, জেলা সংযোজক অরূপ রায়, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস, এস এম জাহির আব্বাস প্রমুখ।