NE UpdatesHappeningsBreaking News
মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের আবেদন দাখিল প্রক্রিয়া শুরু
গুয়াহাটি, ৯ ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের আবেদন দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার দিসপুরের লোকসেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের আবেদন দাখিল প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু করা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের আবেদন দাখিল প্রক্রিয়া ৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
শিল্প, বাণিজ্য ও সরকারি প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আধুনিক আত্মনির্ভর অসমের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের মাধ্যমে রাজ্যের যুবক-যুবতীদের স্বনির্ভর করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে, প্রতি বছর ১ লক্ষ যুব উদ্যমী গড়ে তোলা। ২ লক্ষ যুবক-যুবতীকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা উল্লেখ করে হিমন্তবিশ্ব বলেন, এই উদ্যমী যুবকরা ২ লক্ষ করে টাকা পাবেন। এর মধ্যে ১ লক্ষ টাকা সরকারি সাহায্য হিসেবে পাবেন এবং বাকি ১ লক্ষ টাকা সুদবিহীন ঋণ হিসেবে লাভ করবেন। ১০ বছরের মধ্যে ঋণ হিসেবে নেওয়া ১ লক্ষ টাকা পরিশোধ করতে হবে।
মুখ্যমন্ত্রীহ জানান, এই প্রকল্পে এ পর্যন্ত ২ লক্ষ ২৯ হাজার ১৪৫ জন নাম পঞ্জীয়ন করেছেন। আবেদনকারীরা ৮ ডিসেম্বর থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন। এই প্রকল্পের জন্য মোট ৪ হাজার কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি সাবধানবাণী শুনিয়ে দেন যে, এই প্রকল্পের অর্থ নিয়ে কেউ যেন মোবাইল বা বাইক কেনার কথা না ভাবেন। প্রকল্পের অর্থ দুটি কিস্তিতে দেওয়া হবে। অন্যদিকে, বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা সম্পন্ন যুবক-যুবতীদের ৫ লক্ষ টাকা দেওয়া হবে। তিনি জানান, টাটা গ্রুপ অসমে সেমি কন্ডাক্টরের একটি প্রকল্প স্থাপনের চিন্তাভাবনা করছে। এর জন্য জাগিরোডে প্রায় ৪০ হাজার কোটি টাকার ইলেকট্রনিক প্রকল্পের জন্য টাটা গ্রুপ আবেদন করেছে। প্রাথমিক অবস্থায় টাটা গ্রুপ এর জন্য এক হাজার ছেলেমেয়ে নিয়োগ করবে।