Barak UpdatesHappeningsBreaking News
মিস বরাক ও বরাক টেলেন্ট ফেস্ট হল শিলচরে
ওয়েটুবরাক, ১০ এপ্রিল: এ.এস প্রডাকশন হাউসের উদ্যোগে ও ওয়াও কালেকশন এবং পুর্নিমা ফ্যাশনেরর উপস্থাপনায় শনিবার
শিলচর বঙ্গভবনে অনুষ্ঠিত হল ইলিট মিস বরাক সৌন্দর্য প্রতিযোগিতা এবং বরাক টেলেন্ট ফেস্ট৷
প্রায় তিরিশ জনের অধিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন,
প্রতিযোগিতা দেখার জন্য দর্শকদের সমাগম ছিল বেশ৷
নৃত্যায়লম গ্রুপের উদ্বোধনী নৃত্যনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সব্যসাচী রুদ্র গুপ্ত, স্বর্ণালী চৌধুরী, বিপ্লব দে, রূম্পা কংস বনিক, তমাল কান্তি বনিক, নবীনা মজুমদার পিয়া রায় বর্মন৷ আয়োজকের পক্ষ থেকে ছিলেন অরিন্দম দাস এবং সৌভিক রায়৷ শুরুতে হয় বরাক ভ্যালি টেলেন্ট ফেস্ট৷ এতে গান ও নাচ দুই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেকে৷ এর পরই ইলিট মিস বরাক এর মূল প্রতিযোগিতা শুরু হয় ৷ এতে বিভিন্ন জায়গা থেকে আসা প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন৷ হাড্ডাহাড্ডি লড়াইর মাধ্যমে এবং বিচারকের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন অদিতি সিনহা, ফাস্ট রানার আপ মধুমিতা নাথ সেকেন্ড রানার আপ পুষ্মিতা নাথ হন৷
নাচের বিভাগে গ্রুপ এ-তে বিজয়ী হন পাখি দাস
ফাস্ট রানার আপ (যুগ্মভাবে) – অর্ণব পাল এবং তৃষা দে৷ সেকেন্ড রানার আপ – রুদ্রিনা নাথ৷
গ্রুপ বিতে বিজয়ী হন – অনুজ সিনহা৷ ফাস্ট রানার আপ – পূজা সুত্রধর৷ সেকেন্ড রানার আপ – ইপ্সিতা নাথ৷
গানের বিভাগে বিজয়ী হন মন্দিরা ভট্টাচার্য৷ দ্বিতীয় -শর্মিষ্ঠা দাস, তৃতীয় – তানিয়া দেব৷
কিডস ফ্যাশন গ্রুপ এ-তে বিজয়ী হয়
সমর্পিতা চৌধুরী৷ ফাস্ট রানার আপ ডলসী কর৷
সেকেন্ড রানার আপ – কাব্যাংশী দাস৷
বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ক্রাউন, স্যাশ, আকর্ষনীয় গিফট, ট্রফি।
গোটা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তনুশ্রী দেব, সদস্যদের মধ্যে ছিলেন রূপরাজ নাথ, তনুশ্রী দেব, দেবস্মিতা দেওয়ানজী, বর্ণালী দত্ত এবং পুজা কীর্তনীয়া ও রেভিলা লাপাসাম।
অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন রূম্পা কংস বনিক, তমাল কান্তি বনিক, স্বর্ণালী চৌধুরী, সব্যসাচী রুদ্র গুপ্ত, পুর্ণিমা দেবরায়, নবীনা মজুমদার, কৃষ্ণকলি পম্পা, রঞ্জিতা সিনহা, নীলাঞ্জন পাল, মেঘরাজ চক্রবর্তী৷ উল্লেখ্য, ফ্যাশন শোর গ্রুমার হিসেবে ছিলেন সঙ্গীতা দাস,মেকআপ পার্টনার হিসেবে ছিলেন আর পি মেকওভার।