Barak UpdatesHappeningsBreaking News
মিশনারিজ অব চ্যারিটিতে এসে বৃদ্ধদের সঙ্গে সময় কাটালেন লায়নরা
ওয়েটুবরাক, ২২ আগস্ট : ‘লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি’ শিলচরের চানমারি, তারাপুরের ‘মাদার টেরেসা হোমে’ গিয়ে গত রবিবার ‘সিনিয়র সিটিজেন ডে’ উদযাপন করেছে। ক্লাব ভ্যালির সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ কৌশিকীপদ ভট্টাচার্য, আশুতোষ চৌধুরী, চন্দ্রাবতী রায়, সুপ্তা চৌধুরী এবং অন্যান্যদের উপস্থিতিতে ক্লাবের একটি প্রতিনিধি দল ‘হোমের’ প্রবীণ নাগরিকদের সঙ্গে সুন্দর সময় কাটান।
দশজন বৃদ্ধা মহিলার মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয় এবং ১৮ জন বৃদ্ধ পুরুষ ও মহিলাদের একটি করে ছোটো ওয়াটার পিউরিফায়ার মেশিন তুলে দেওয়া হয় ও ‘মিশনারি অফ চ্যারিটি’-র ৮ জন সিস্টারকেও একই ধরনের মেশিন উপহার দেওয়া হয়। এছাড়াও প্রবীণ নাগরিক ও ‘হোমের’ সকলের মধ্যে কেক, বিস্কুট, ফলের রস, স্ন্যাকস ও চকলেট বিতরণ করা হয়।
‘মিশন গ্রিন মুম্বাই’ এবং ‘নীর নাল’ এই উদযাপনে ক্লাব ভ্যালিকে সাহায্য ও সমর্থন করেছে এবং ‘সিনিয়র সিটিজেন ডে’ কে সফল করে তুলতে পাশে দাঁড়িয়েছে ।