Barak UpdatesHappeningsBreaking News
মিনি সচিবালয়ে বসেন না বরাক ভ্যালি কমিশনার, আসছেন তিনদিনের জন্য
ওয়েটুবরাক, ১৬ আগস্ট : বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার বরাকেই থাকবেন৷ বসবেন শিলচরের মিনি সচিবালয়ে৷ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার দিনে তড়িঘড়ি অনলাইনে উদ্বোধন করেছিলেন মিনি সচিবালয়ের অস্থায়ী কার্যালয়ের৷ সে দিন সাংসদ ডা. রাজদীপ রায়, বিধানসভার তৎকালীন উপাধ্যক্ষ ঘোষণা করেছিলেন, মিনি সচিবালয়ের নতুন দালানবাড়ি নির্মাণ না হওয়া পর্যন্ত বঙ্গভবনের পাশে নির্মিত অস্থায়ী কার্যালয়েই বসবেন বিভাগীয় কমিশনার৷ সঙ্গে বদলি করে আনা হয়েছিল বেশ কয়েকজন যুগ্মসচিবকে৷ কিন্তূ ওই দালানবাড়িতে এখন আর কেউ নেই৷ ভোটের পরই সবাইকে গুয়াহাটিতে ডেকে নেওয়া হয়৷
এই পরিস্থিতিতে বরাক ভ্যালি ডিভিশনাল কমিশনার নীরা গগৈ সনোয়াল আগামী বুধবার বরাক উপত্যকায় আসছেন। এখানে অবস্থানকালে তিনি তিন জেলার জেলাশাসক’, ডিডিসি, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকগণ সহ তিন জেলার অন্যান্য বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। শুক্রবার গুয়াহাটি চলে যাবেন বলে জেলা জনসংযোগ জানিয়েছে। উল্লেখ্য, কমিশনার সোনোয়াল রাজ্যের তথ্য জনসংযোগ এবং প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বিভাগের সচিবের দায়িত্বেও রয়েছেন।