Barak UpdatesHappeningsBreaking News
অমিজো নিগ্রহ, মিজোরাম সড়ক অবরোধের হুমকি দিল বিডিএফ
ওয়েটুবরাক, ২৬ মে : মিজোরামে গত দশদিন ধরে ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অমিজো ব্যাবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। ৯১টি দোকানের মালিক, কর্মী সহ অনেকেই পালিয়ে বরাক উপত্যকায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। একই ভাবে মণিপুরেও অশান্তির আগুন থামছে না। সমগ্র ঘটনাক্রম নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।
মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, সমগ্র উত্তরপূর্বে অশান্তির আগুন জ্বলছে এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন বাঙালি সহ অজনজাতিরা। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমগ্র ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করছেন। একটি সার্বভৌম রাষ্ট্রে এক গোষ্ঠী দ্বারা অন্যদের উপর এই ধরণের নিপীড়ন, অত্যাচার অসহনীয়। শুধু উত্তর-পূর্বেই বারবার এর পুনরাবৃত্তি হয়। তিনি বলেন, যদি আসাম অসমিয়াদের জন্য, মিজোরাম মিজোদের জন্য, মণিপুর মণিপুরিদের জন্য হয়, তবে ভারতবর্ষ নামক রাষ্ট্র কার জন্য ? আসামের মুখ্যমন্ত্রী নিজে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হয়েও এইসব সমস্যা সমাধানে মোটেই আগ্রহ দেখান না, উল্টে সর্বভারতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত । আসামের সাথে পার্শ্ববর্তী রাজ্যের সীমা সমস্যাও লেগেই আছে।
প্রদীপবাবু এদিন মিজোরামে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, যদি কেন্দ্রীয় সরকার উত্তর–পূর্বের অজনজাতিদের সুরক্ষা অবিলম্বে সুনিশ্চিত করতে না পারে, তবে সমভাবাপন্ন সমস্ত সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, এটা মনে রাখা দরকার, বাইরের সঙ্গে মিজোরামের যোগাযোগের রাস্তাটি বরাক দিয়ে গেছে এবং এটি মিজোরামের জীবনরেখা, যা বন্ধ হলে মিজোরামে খাদ্য মিলবে না। তাই যদি অবিলম্বে অমিজোদের উপর এসব নিপীড়ন, নির্যাতন বন্ধ না হয় তবে বরাকের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই সড়ক অবরোধ করতে বাধ্য হবেন।