Barak UpdatesIndia & World UpdatesHappenings
মিজোরামের সুপারি কালোবাজারি তদন্তে সিবিআইকে দায়িত্ব দিল হাই কোর্ট
ওয়েটুবরাক, ২০ জুলাইঃ মায়ানমারের সুপারি মিজোরাম হয়ে দেশের বিভিন্ন অংশে পাচার হয়। এ নিয়ে অভিযোগের অন্ত নেই। চলে ব্যাপক ধকপাকড়। এর পরও কালোবাজারি বন্ধ নেই। এ বার এই ব্যাপারে সিবিআইকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিল গৌহাটি হাই কোর্ট।
বিশিষ্ট সমাজকর্মী ভানরামচুয়াঙ্গি ওরফে রাতফেলা নুর জনস্বার্থ সংশ্লিষ্ট এক মামলায় অভিযোগ করেন, মায়ানমার থেকে চোরাপথে সুপারি এনে ভুয়ো ই-ওয়ে বিল এবং জাল জিএসটি সার্টিফিকেট নিয়ে মিজোরাম থেকে ভিন রাজ্যে ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মাইকেল জুথানকুমা ও বিচারপতি মর্লি ভাঙকুঙ তাঁদের রায়ে বলেন, সাম্প্রতিক বাজেয়াপ্ত সামগ্রীর তালিকা থেকে এটা স্পষ্ট, একটি পাচার চক্র এ ব্যাপারে কলকাঠি নাড়ছে।