NE UpdatesHappeningsBreaking News

মিজোরামের দাবি কতটা, তিন মাসের মধ্যে রিপোর্ট চাইল অসম

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর : দুই রাজ্যের সীমাবিবাদ মেটানোর লক্ষ্যে বৃহস্পতিবার অসম-মিজোরাম মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ গুয়াহাটিতে আয়োজিত বৈঠকে অসমের প্রতিনিধিত্ব করেন সীমান্ত এলাকা উন্নয়ন মন্ত্রী অতুল বরা ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি৷ মিজোরাম থেকে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী লালসামলিয়ানা এবং রাজস্বমন্ত্রী লালরুয়াতকিমা৷ উভয় রাজ্যের বরিষ্ঠ আমলারাও বৈঠকে অংশ নেন৷

Rananuj

বৈঠকের পরে মন্ত্রী বরা বলেন, দীর্ঘদিনের বিবাদ মিটতে একটু সময় লাগবে৷ প্রতিটি বৈঠকে একটু একটু করে জট খুলছে৷ আজকের বৈঠকে মিজোরাম সরকারকে তাদের দাবিমতো গ্রামের তালিকা, এলাকা, কোন জনগোষ্ঠীর কত লোকসংখ্যা ইত্যাদি উল্লেখ করে প্রতিবেদন আকারে পেশ করতে বলা হয়েছে৷ আগামী তিনমাসের মধ্যে এটি জমা করলে দুই রাজ্য মিলে রিজিয়নাল কমিটি তৈরি করবে৷ এরাই এক-একটি গ্রাম ধরে আলোচনা করবেন৷ অসম সরকার বিবাদ মেটাতে পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দেন মন্ত্রী বরা৷ তিনি বলেন, উভয় পক্ষ আন্ত-রাজ্য সীমায় শান্তি-সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ৷

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালসামলিয়ানা এ দিনও গত বছরের জুলাইয়ে সংঘটিত লড়াইয়ে অসমের ছয় পুলিশ কর্মীর মৃত্যুর জন্য দুঃখপ্রকাশ করেন৷ এমন ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেন৷ গত বছরের ডিসেম্বরে এবং এ বারের সেপ্টেম্বরে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জোরাম থাঙ্গা একই ইস্যুতে বৈঠক করেছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker