Barak UpdatesHappeningsBreaking News
মিজো আগ্রাসনের মোকাবিলায় ৫৬ কিমি রাস্তা হচ্ছে হাইলাকান্দি সীমান্তে
ওয়েটুবরাক, ২৮ জুনঃ হাইলাকান্দির মিজোরাম সীমানা ঘেষা গ্রামগুলিতে উপজাতিদের বসবাস। রাস্তাঘাট নেই বললেই চলে। এরই সুযোগ নেয় মিজোরাম। খবর পেয়ে প্রশাসন বা পুলিশের কর্তারা ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। বহু পথ হেঁটে গিয়ে সীমান্তে পৌঁছে জমি জবরদখলকারীদের বিরুদ্ধে লড়াইর শক্তিও থাকে না। তাই আসাম সরকার মিজোরাম সীমানা বরাবর আসামের সীমান্ত গ্রামগুলিকে সড়কপথে যুক্ত করার পরিকল্পনা করেছে। ৫৬ কিলোমিটার রাস্তার জন্য অর্থ বরাদ্দ করে এরই মধ্যে তিন ঠিকাদারকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ শুরুও করে দিয়েছেন তাঁরা। রবিবার ওই কাজ পরিদর্শন করে আসেন স্থানীয় এআইইউডিএফ বিধায়ক সুজামউদ্দিন লস্কর। তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন, এই পরিকল্পনাটা তিনিই মুখ্যমন্ত্রীকে প্রস্তাবাকারে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী এর যথর্থতা উপলব্ধি করে সঙ্গে সঙ্গে মঞ্জুরি দেন, কাজও শুরু করিয়ে দেন।
এর আগে কোনও সরকার এই কাজ করতে পারেনি। এমনকী সর্বানন্দ সোনোয়ালও নন। তাঁর কথায়, দামছড়া, রাইফেলমারা, ঘুটঘুটি, বারোঘর এই সড়কে জুড়বে। এক মাসের মধ্যে কাজ করতে ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে। সে জন্য জোরকদমে কাজ চলছে। প্রচুর জেসিবি, টিপার কাজ করে চলেছে। পুরনো গ্রামীণ রাস্তা ধরেই এই পাকা সড়ক নির্মাণের কাজ চলছে।
বিধায়ক লস্কর বলেন, রাস্তা না থাকলে ক্যাম্প বসিয়েও লাভ হবে না। তারা যাবেন কোন পথে, এই প্রশ্ন নিয়ে ভাবনাচিন্তা করতেই মিজো আগ্রাসীরা ভেতরে ঢুকে পড়ে। এই রাস্তা নির্মাণ সম্পন্ন হলে তা আর এত সহজ হবে না বলেই আশাবাদী কাটলিছড়ার বিধায়ক।