Barak UpdatesHappeningsBreaking News

মা-শিশু মিলে মেডিক্যালের প্রসূতি বিভাগে ৯ জন পজিটিভ

২৫ জুলাই: শিলচর মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে ২১৬ শয্যা৷ নাম যা-ই হোক, এটি আসলে মেডিক্যালের প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসা বিভাগ৷ সেখানেই এই সময়ে ৯ জন করোনায় আক্রান্ত৷ মায়েদের সঙ্গে রয়েছে এক সদ্যোজাতও৷

কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত শনিবার এই তথ্য দিয়ে জানান, সদ্য ভূমিষ্ঠ শিশু বা মায়েদের কোভিড ওয়ার্ডে নিয়ে রাখা ঝুঁকির ব্যাপার ৷ তাই তাদের ওই বিভাগেই পৃথক আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷

একের পর এক প্রসূতি করোনায় আক্রান্ত হওয়ায় বরাক জুড়ে আতঙ্ক ছড়িয়েছে৷ ভাস্করবাবু বললেন, এখন করোনা ধরা পড়বে৷ ডেলিভারিও চলতে থাকবে৷ এ ছাড়া কিছু করার উপায় নেই৷ করোনা নিয়েই তাঁরা মেডিক্যালে আসেন বলে জানান উপাধ্যক্ষ৷ বলেন, প্রসূতি ভর্তি হলেই কোভিড টেস্ট করানো হয়৷ রেজাল্ট এলে ধরা পড়ে পজিটিভ৷ তাই এখন রোগীদের প্রত্যেককে সংক্রমিত ধরে নিয়েই কাজ করতে হচ্ছে৷ তাঁর কথায়, শুধু প্রসূতিদের ক্ষেত্রে নয়, সব বিভাগেই একই নির্দেশ দেওয়া হয়েছে৷

এ দিন শিলচর মেডিক্যাল কলেজে মোট ২৬৭ জনের কোভিড স্ক্রিনিং হয়৷ তাদের মধ্যে ১১৯ জন পুরুষ, ১৪২ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে৷ প্রসূতি বিভাগের রোগীদের স্ক্রিনিংয়ের দরুনই মহিলাদের সংখ্যা এ দিন অনেকটা বেড়ে গিয়েছে বলে জানান উপাধ্যক্ষ৷ তিনি বলেন, মেডিক্যাল কলেজের ল্যাবে এ পর্যন্ত ৫৪ হাজার ৬৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাদের মধ্যে ১ হাজার ৮৪১ জন পজিটিভ হন৷ এই সময়ে মেডিক্যালে চিকিৎসাধীন মোট ১৯১ জন চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁদের মধ্যে ১৪১ জন পুরুষ, ৪৪জন মহিলা এবং সদ্যোজাত সহ ৬টি শিশুরও চিকিৎসা চলছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker