NE UpdatesHappeningsBreaking News

আগামী বছরেও তিনদিনের স্পেশাল ক্যাজুয়েল লিভ মাতা-পিতা বন্দনায়

ওয়েটুবরাক, ৩০ আগস্টঃ ছয়মাস আগেই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, মা-বাবা, শ্বশুর-শাশুড়িদের সঙ্গে কাটানোর জন্য আগামী বছর তিনদিনের স্পেশাল ক্যাজুয়েল লিভ মঞ্জুর করা হবে । রবিবারের সঙ্গে মিলিয়ে ওই দিনগুলি হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি রবিবার থাকায় সরকারি কর্মচারীরা লাগাতার চারদিন এই বিশেষ ছুটি ভোগ করতে পারবেন।

Rananuj

মঙ্গলবার মন্ত্রিসভায় আরও সিদ্ধান্ত হয়েছে, বার্মিংহাম কমলওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী নয়নমণি শইকিয়াকে আসাম পুলিশের ডিএসপি পদে নিযুক্ত করা হবে।  অসমের যুবসমাজ যাতে খেলাধূলাকে ক্যারিয়ার হিসাবে গ্রহণে উৎসাহিত বোধ করে, সে জন্যই এই  সিদ্ধান্ত বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি বলেন, আইটিআই-পলিটেকনিকগুলিকে উৎকর্ষকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।  সে জন্য ২৭টি জেলার ৩৯টি আইটিআই এবং ১৯টি জেলার ২২টি পলিটেকনিক ইনস্টিটিউটে কারাখানা ও প্রযুক্তি পরীক্ষাগার নির্মাণের জন্য ৩০৭ কোটি ২২ লক্ষ টাকার ব্যয়প্রস্তাবে অনুমোদন জানানো হয়। তাতে প্রতি বছর ২০ হাজার শিক্ষার্থী প্রযুক্তি শেখার সুযোগ পাবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

বেশ কিছু অপ্রচলিত আইনকেও এ দিনের বৈঠকে বাতিল করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।  বিধানসভার আগামী অধিবেশনেই এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় বিল পাশ করানো হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker