India & World UpdatesHappeningsBreaking News
মাস্ক না পরায় মামলায় জড়ালেন আইনজীবী
১৪ জুন: আদালতে মাস্ক পরে না আসায় মামলায় জড়ালেন ছত্তিশগড়ের এক আইনজীবী। কোর্টের পিয়ন গজেন্দ্রকুমার পাণ্ডে ও ওয়াচম্যান সুরেন্দ্র দুবে এই মামলা করেন। করবা জেলার পলি থানায় ১২ জুন আইনজীবী রাজেশ ঠাকুরের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন তাঁরা। অভিযোগ, করোনা প্রটোকল জারি থাকলেও আদালত চত্বরে নিয়মিত মাস্ক না পরেই আসতেন আইনজীবী রাজেশ। পাশাপাশি একথা বার বার বলার পরও এ নিয়ে ওয়াচম্যান থেকে শুরু করে আদালতের বাকি বেশিরভাগ কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি।
একে তো করোনা সতর্কতায় মাস্ক পরা বাধ্যতামূলক, তবুও মাস্ক ব্যবহার করেননি রাজেশ। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছেন আইনজীবী। একই সঙ্গে সরকারি নিয়ম না মানা। তার ওপরে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার। সূত্র অনুযায়ী সব মিলিয়ে আইপিসি ও প্যানডেমিক ডিজিস অ্যাক্ট-এর একাধিক ধারায় আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।