NE UpdatesHappeningsBreaking News
‘মাস্ক না পরলে সবজি নয়’, সচেতনতার বার্তা নিয়ে বিক্রেতারা
২২ এপ্রিল : গত কয়েকদিন আগে কেন্দ্র সরকার এক নির্দেশে জানিয়েছিল, মাস্ক পরা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। যে কোনও কারণে কেউ বাড়ি থেকে বের হলেই তাঁকে মাস্ক পরতে হবে। কেন্দ্রের এই নির্দেশের প্রেক্ষিতে আগরতলার সবজি ব্যবসায়ীরা জানিয়ে দিলেন, মাস্ক না পরলে ওই ক্রেতার কাছে তাঁরা সবজি বিক্রি করবেন না।
এই বার্তা দিয়ে বিক্রেতারা তাদের দোকানের সামনে একটি পোস্টারও লাগিয়েছেন। যাতে লেখা রয়েছে, ‘নো মাস্ক নো ভেজিটেবল’। জনগণকে মাস্ক পরায় সচেতনতা জাগাতেই এই পন্থা তাঁরা নিয়েছেন বলে জানান। এর আগে আগরতলার পেট্রোল পাম্পগুলোও একই পন্থা নিয়েছিল। পেট্রোল পাম্পের বাইরেও লেখা ছিল, ‘নো মাস্ক নো ফুয়েল’। এক সবজি বিক্রেতা বলেন, ‘আমরা প্রশাসনের পাশে সবসময় রয়েছি। জনগণকে মাস্ক পরার জন্য প্রশাসন নানাভাবে সজাগ করে তুলছে। আমরাও এভাবে ক্রেতাদের বুঝিয়ে দিতে চাইছি যে, এই পরিস্থিতিতে মাস্ক পরে বাইরে বেরোনো খুব জরুরি।