Barak UpdatesHappeningsAnalytics
মাস্ক না থাকুক, বিক্রি তো হচ্ছে, লিখেছেন মনোজ দেব
//মনোজ দেব//
অতিমারি কোভিড-১৯ আবারও উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি চৈত্রের সেলে মারাত্মক ভিড় এবং অধিকাংশের মাস্কবিহীন চলাফেরা। ফলে অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেকগুণ বেড়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের বাড়তি উদ্যোগ প্রত্যাশা করি।
এই চৈত্রের সেল পূজোর কেনাকাটার মতোই আমজনতার কাছে গুরুত্বপূর্ণ। অনেকেই বছরের প্রয়োজনীয় অনেক জিনিস এসময়ে কিনে থাকেন। স্বভাবতই ভিড়ের জন্য রাস্তায় যানজট। পাশাপাশি দোকান এবং মলেও সীমাহীন ভিড়। করোনাকালে মল এবং দোকানে যদিও লেখা রয়েছে ‘ no mask no sale ‘। কিন্তু ওই পর্যন্তই। অধিকাংশ ক্রেতা এসব মানছে কোথায় ! দোকানিরা এ বিষয়ে নিস্পৃহ। মাস্ক না থাকুক, বিক্রি তো হচ্ছে ! এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। শুধুমাত্র সতর্কীকরণে চলবে না। পুলিশকর্মী, যারা পথে-ঘাটে টহল দিচ্ছেন, তাদের এই ব্যাপারটা বিশেষ ভাবে দেখতে বলা হোক। প্রয়োজনে মাস্ক বিহীন ক্রেতা ও পথচারীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আর সময় নেই, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আওতার বাইরে চলে যেতে পারে।