Barak UpdatesHappeningsBreaking News
মাল্টি-স্পেশালটি হেল্থ ক্যাম্প : সিদ্ধেশ্বর স্কুলে ৩২১ পড়ুয়ার চিকিৎসা

ওয়েটুবরাক, ১৫ মার্চ: কাছাড় জেলায় আরবিএসকের অধীনে শুরু হল খণ্ডভিত্তিক মাল্টি- স্পেশালটি হেল্থ ক্যাম্প। আর এই ক্যাম্পের উদ্বোধনী দিনেই বিভিন্ন রোগে ভুক্তভোগী হিসেবে শনাক্ত হওয়া ৩২১ রোগাক্রান্ত শিশু ও পড়ুয়াদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়।বৃহস্পতিবার সিদ্ধেশ্বর এইচ এস স্কুলে এর আয়োজন করা হয়। জালালপুর স্বাস্থ্যখণ্ড এবং পিএমশ্রী সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ সহযোগিতায় আয়োজিত এদিনের শিবিরের শুরুতে অধ্যক্ষ মুজিবুর রহমানের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আরবিএসকের কর্মসূচি বিষয় সহ মাল্টি-স্পেশালটি স্বাস্থ্য শিবির আয়োজন বিষয়ে বক্তব্য পেশ করেন এএইচএমের জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাটিগড়া মডেল হাসপাতালের উপ অধীক্ষক ডাঃ মঞ্জুরুল হক, স্থানীয় থানার পুলিশ আধিকারিক, জালালপুর স্বাস্থ্য খণ্ডের এনএইচএমের কর্মসূচি প্রবন্ধক বুরহানুল হক চৌধুরী, শিক্ষক মুসব্বির আলি প্রমুখ। শিবিরকে সফল করে তুলতে সবার সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ মুজিবুর রহমান। পরে এই আনুষ্ঠানিকতাকে সমৃদ্ধ করেন কাটিগড়া চক্র আধিকারিক রবার্ট টুলর, কাটিগড়া সু-সংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক শামীম আহমেদ ও কালাইন আইসিডিএস প্রতিনিধি ও কাটিগড়া শিক্ষা খণ্ড আধিকারিক প্রমুখ।
এদিনের এই বহুমুখী চিকিৎসা শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিক্যাল কলেজের ডাঃ জয়দীপ রায় (চর্মরোগ বিশেষজ্ঞ), ডাঃ পার্থ প্রতিম রায় (চক্ষু বিশেষজ্ঞ), ডাঃ ইমরান খান (অস্থি রোগ বিশেষজ্ঞ), শিলচর সিভিল হাসপাতালের ডাঃ রীমা পাটোয়া (ইএনটি), ডাঃ সুমন ভৌমিক (শিশুরোগ বিশেষজ্ঞ), ডাঃ বিশ্বরূপ চক্রবর্তী প্রসূতি-কিশোরীদে স্বাস্থ্য বিশেষজ্ঞ, কাটিগড়া মডেল হাসপাতাল, জালালপুর স্বাস্থ্য খণ্ডের ডাঃ রাকেশ নারুকা (দন্তরোগ চিকিৎসক), ডাঃ বিরাজ কান্তি দাস (জেনারেল প্র্যাকটিশনার), জেলা হাসপাতালের শাশ্বতী দত্ত (ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানসিক স্বাস্থ্য), আলোকশুভ্র বিশ্বাস (অডিওলোজিস্ট), কুনাল রায় (ফিজিওথেরাপিস্ট) এবং রুহুল আমিন লস্কর (কাউন্সিলর, কাটিগড়া মডেল হসপিটাল)।
প্রসঙ্গত, শিবিরে পিএমশ্রী সিদ্ধেশ্বর এইচ এস স্কুল ছাড়া আশেপাশের স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শনাক্ত করা রোগীদের মধ্যে ৩২১ শিশু ও পড়ুয়ার চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ১০ শিশুর চিকিৎসার জন্য রেফার করা হয়।
আরবিএসকে-র কর্মসূচির লক্ষ্য জন্ম থেকে ১৮ বছর বয়সী শিশুদের ব্যাপক স্বাস্থ্যসেবা প্রদান করা, জন্মগত ত্রুটি, ঘাটতি, রোগ, বিকাশগত বিলম্ব এবং অক্ষমতা সহ স্বাস্থ্যগত অবস্থার প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা ব্যবস্থাপনা করা হয়। এদিন শিবির সফল হওয়াতে সংশ্লিষ্ট সবার প্রতি সাধুবাদ ব্যক্ত করেন জেলা এন এইচ এম-র সংযোজক ইকবাল বাহার লস্কর, আয়োজক স্কুল অধ্যক্ষ মুজিবুর রহমান, শিক্ষক মুসব্বির আলি, নিজাম উদ্দিন প্রমুখ । শিবিরকে সফল করে তুলতে জালালপুর স্বাস্থ্যখন্ডের বিভাগীয় সংযোজক একলাস উদ্দিন বড়ভুইয়া, ফার্মাসিস্ট ওমর আলি, সাইফুল ইসলাম সহ চিকিৎসক বিরাজ কান্তি দাস, রাকেশ নারুকা ছাড়াও আয়োজক পিএমশ্রী সিদ্ধেশ্বর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা যথাসাধ্য প্রয়াস করেন।