Barak UpdatesHappeningsBreaking News
মালেগড়ে সিপাহি বিদ্রোহের বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি
১৮ ডিসেম্বর : শুক্রবার ঐতিহাসিক মালেগড় টিলায় সিপাহি বিদ্রোহের বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়৷ জেলা প্রশাসন, বিএসএফ এবং স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রেকার্সের যৌথ উদ্যেগে পালন করা হয় এই অনুষ্ঠান। কভিড বিধি মেনে ২৬ বীর শহিদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জেলাশাসক আনবামুথান এমপি, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার, সীমান্ত সুরক্ষা বাহিনীর ৭ নং ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত কমাডেন্ট মনীশ কুমার, জনসংযোগ আধিকারিক সাজাদ্দুল হক চৌধুরী প্রমুখ ।
পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মুখ্য আহ্বায়ক সৈয়দ মুজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুদীপ দাস৷ বিএসএফের ৭ নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এদিন বিএসএফের পক্ষ থেকে আয়োজন করা হয় সর্ব ধর্ম প্রার্থনা সভারও৷ সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্মারক স্থলকে জাতীয় ঐক্য ঘোষণার দাবি জানানো হয় পাটকাই ট্রেকার্সের পক্ষ থেকে ।
উল্লেখ্য ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের সময় চট্রগ্রাম কোষাগার লুন্ঠন করে মালেগড় টিলায় এসে আশ্রয় নিয়েছিল দেশীয় সিপাহীরা এবং ১৮৫৭ সালের ১৮ই ডিসেম্বর এমন দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ বাহিনীর সঙ্গে ৩৪ নেটিভ ইনফ্রেনটি বাহিনীর যুদ্ধ সংগঠিত হলে মালেগড় টিলায় ২৬ দেশীয় সিপাহী শহিদ হন। সেই ১৮ ডিসেম্বরকে স্মরণ করেই প্রতি বছর এখানে দিবসটি পালন করা হচ্ছে৷