Barak UpdatesHappeningsBreaking News
মালুগ্রাম মণিপুরিপাড়ায় আখড়া কমিটির খাদ্যসামগ্রী বিতরণ
২৩ এপ্রিল: আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল মালুগ্রাম মণিপুরিপাড়ার শ্রীশ্রী গোবিন্দ জিউর আখড়া কমিটি। সহযোগিতায় ছিল সেভেন কালার্স ক্লাব। বিধায়ক দিলীপকুমার পাল, বিজেপির জেলা সাধারণ সম্পাদক কণাদ পুরকায়স্থ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিং, প্রাক্তন পুরপতি শান্তনু দাস, প্রাক্তন পুরসদস্য মহীতোষ মণ্ডল, বাসুদেব শর্মা, চন্দ্ররাজ মজুমদার, রামেন্দ্র ভট্টাচার্য, কুলমণি সিংহ, সুমন দত্ত, কিরণ কুমার সিংহ, মনোজিৎ চৌধুরী, এম সিংহ প্রমুখ বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই কর্মসূচিতে। পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ প্যাকেট বিস্কুট, ১০০ গ্রাম সোয়াবিন, একটি করে মিনারেল ওয়াটার বোতল ও সাবান দেওয়া হয়।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্র সিং বলেন, গরিব-মেহনতিদের অভাব ও দুর্দিনে সবসময় পাশে দাঁড়িয়েছে গোবিন্দ জিউর মন্দির। এবারও লকডাউনের ফলে সমস্যায় পড়া দুস্থদের সহায়তায় কমিটি সাধ্যমতো এগিয়ে এসেছে। এলাকার সরকারি-বেসরকারি কর্মীদেরও অবদান রয়েছে এতে। আরও বলেন, গোবিন্দ জিউর কাছে বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করে শুরু হয় বন্টন। বজায় রাখা হয় সামাজিক দূরত্ব। প্রথমে ২৫০ পরিবারকেই বাছাই করেছিল কমিটি। কিন্তু পরে আরও কিছু সাহায্যের আর্জি রাখেন। এই অবস্থা দেখে বিধায়ক ব্যক্তিগতভাবে ৮ হাজার টাকা তুলে দেন উদ্যোক্তাদের হাতে। আর এই টাকা দিয়ে বাড়তি ৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।