Barak UpdatesHappeningsBreaking News
মালুগ্রাম-ঘনিয়ালার মানুষের জন্য অ্যাম্বুলেন্স রেখেছেন বাদশা
২৫ মার্চ: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের দরুন দেশজুড়ে যে লকডাউন চলছে, তাতে বেশি আশঙ্কা অসুস্থতা নিয়ে৷ শিশু-বৃদ্ধরা প্রায়ই অসুস্থ থাকেন৷ যে কোনও সময়ে তাদের অসুস্থতা বেড়ে যেতে পারে৷ তাদের কথা ভেবে মালুগ্রাম – ইটখলা – ঘনিয়ালার (শিলচর পুর এলাকার ১ থেকে ৪ নং ওয়ার্ড) মানুষের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন বিজেপির মণ্ডল সভাপতি বিজেন্দ্রপ্রসাদ সিংহ৷ তিনি বলেন, কোনও বৃদ্ধ কিংবা শিশু যদি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে তাহলে দ্বিধাহীনভাবে তাঁর (৭০০২১২০৯৯২) সঙ্গে যোগাযোগ করতে পারেন।
অ্যাপোলো গ্রুপ অব বয়েজ ক্লাবের একটি অ্যাম্বুলেন্স রয়েছে। সেই অ্যাম্বুলেন্স দিয়ে নিকটবর্তী হাসপাতালে পৌছার ব্যবস্থা করে দেবেন ৪ নং ওয়ার্ডের পুরসদস্য তথা শিলচর জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্রবাবু৷ প্রয়োজনে অ্যাম্বুলেন্সের চালকের (৯৯৫৪১১৩৭৩৯) সঙ্গেেও যোগাযোগ করা যেতে পারে বলে জানিয়ে রাখেন তিনি৷ এলাকাবাসী তাঁর এই উদ্যোগকে স্বাগত জানান৷