NE UpdatesHappeningsBreaking News
মার্চে ত্রিশ হাজার চাকরির বিজ্ঞাপন, জানালেন হিমন্ত
ওয়েটুবরাক, ৬ ডিসেম্বরঃ আগামী বছরের মার্চে ত্রিশ হাজার চাকরির বিজ্ঞাপন বেরোবে। মঙ্গলবার এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, লক্ষ চাকরি প্রদানের প্রতিশ্রুতি তাঁরা তখনই পূর্ণ করবেন। মঙ্গলবার নলবাড়িতে অসমের প্রথম থ্রিডি তারামণ্ডলের উদ্বোধন করেন তিনি। এটি রাজ্যের চতুর্থ তারামণ্ডল। এ উপলক্ষে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি মতো চাকরি প্রদান করে চলেছে। তিনি বলেন, আগামী পাঁচ বছর ধরনা-আন্দোলন না হলে অসম গুজরাট-মহারাষ্ট্রের সমপর্যায়ের উন্নত রাজ্যে পরিণত হবে।
হিমন্ত এ দিন আরও ঘোষণা করেন, এই বছর ধানের সর্বনিম্ন দর নির্ধারিত হয়েছে দুই হাজার চল্লিশ টাকা। এর চেয়ে কম দামে ধান কিনতে পারবেন না। এর চেয়ে কম দামে ধান বিক্রিতে কৃষককে বাধ্য করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।