Barak UpdatesHappeningsBreaking News
মার্ক্সের মৃত্যুদিবস পালন এসইউসিআইর
ওয়েটুবরাক, ১৪ মার্চ: আজ রবিবার কার্ল মার্ক্সের মৃত্যুদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে এসইউসিআই কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে সকাল ৯ টায় উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী। পরে এক আলোচনা সভায় তিনি বলেন, ১৯৮৩ সালের ১৪ মার্চ কার্ল মার্ক্সের মৃত্যু হয়েছিল৷ কিন্তু তার চিন্তা আজও প্রাসঙ্গিক। গোটা ইউরোপ সহ বিভিন্ন দেশে এবং ভারতবর্ষেও শ্রমিক, কৃষক ও শোষিত মানুষের কাছে কার্ল মার্ক্সের দর্শন তুমুল আলোড়ন সৃষ্টি করে।
তার চিন্তাকে ভিত্তি করে রাশিয়ার মাটিতে লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। পরবর্তীতে বহু দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়৷ কিন্ত সাম্রাজ্যবাদীদের চক্রান্তে পুনরায় সে সব দেশে সংশোধনবাদীরা সমাজতন্ত্রকে সাময়িক ভাবে ধ্বংস করে। কিন্তু বিভিন্ন দেশে পুনরায় শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ মার্ক্সবাদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হচ্ছে। ভারতেও এযুগের মহান মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ’র চিন্তার ভিত্তিতে এস ইউ সি আই সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন চালিয়ে যাচ্ছে।