India & World UpdatesHappeningsBreaking News
মার্কিন সমন : আদানি কাণ্ডে এবার সুপ্রিম কোর্টে মামলা
ওয়েটুবরাক, ২৫ নভেম্বর: ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন দেশের শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরকে সমন পাঠিয়েছে। এ নিয়েই ভারতের শীর্ষ আদালতে দায়ের হল নতুন মামলা। সেখানে দাবি করা হয়েছে, আমেরিকার অভিযোগই প্রমাণ করে দেয় আদানি গোষ্ঠীর পরিচালনায় খামতি রয়েছে এবং তারা আইন ভেঙে কাজ করে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন মামলাকারী আইনজীবী বিশাল তিওয়ারি।
তিওয়ারি দাবি করেছেন, আদানিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর। ভারতীয় কর্তৃপক্ষকে দিয়ে তদন্ত করানো উচিত। বিশেষত, সেবি-র উচিত তদন্ত করে পুরো বিষয়টি সামনে আনা। যাতে নিয়ন্ত্রকের প্রতি লগ্নিকারীদের আস্থা বজায় থাকে।
আদানি গোষ্ঠী অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আমেরিকার নিয়ন্ত্রকের এই পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেছে। সূত্রের দাবি, কোনও ভারতীয় সংস্থা বা ব্যক্তিকে সরাসরি সমন পাঠানোর অধিকার এসইসি-র নেই। তাদের কূটনৈতিক পথে তা পাঠাতে হবে। যা পেতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে। এখনও পর্যন্ত কোনও সমন আদানিদের হাতে আসেনি।