Barak UpdatesHappeningsBreaking News

মায়ের জন্য দিদির উপহার, বললেন সুস্মিতা

ওয়েটুবরাক, ১৩ ফেব্রুয়ারি : রাজ্যসভা নির্বাচনে তৃণমূল সুস্মিতা দেবকে প্রার্থী করায় সবচেয়ে খুশি হয়েছেন তাঁর মা৷ সুস্মিতা জানান, “২০২১-এ সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভাপতির পদ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে ঘনিষ্ঠজনেরা নানা কথা বলছিলেন৷ তাতে মা খুব চিন্তায় ছিলেন৷ মমতাদিদিই বলেছিলেন, আমি দেখে রাখব, তোমার মেয়েকে, চিন্তা করো না৷” কিন্তু গত আগস্টে আগেরবারের মেয়াদ পূরণের পর পুনঃমনোনীত না করায় সন্তোষমোহন জায়া  ফের দুশ্চিন্তায় ভুগতে থাকেন৷ “কিন্তু ছয়মাসের মাথায় অপ্রত্যাশিত ভাবে প্রার্থী করায় মায়ের মুখে হাসি ফুটেছে৷ এটাই বড় প্রাপ্তি”, বললেন সুস্মিতা৷ তাঁর কথায়, তিনি রাজনৈতিক পরিসরে বেড়ে ওঠা মানুষ৷ তাই রাজনৈতিক উত্থান-পতন নিয়ে ততটা ভাবেন না৷ শুধু মানুষের জন্য কাজ করে যেতে চান৷ যে দলেই থাকুন, নীতি ও নেতৃত্বের প্রতি আদর্শনিষ্ঠ থাকেন৷ আগের বার রাজ্যসভার মেয়াদ ফুরোতেই একদিকে শিলচর লোকসভা আসন তফশিলি জাতি সংরক্ষিত হয়ে পড়ে, অন্যদিকে তৃণমূল ওই আসনে তাঁকে পুনঃমনোনয়ন দেয়নি৷ তখন অনেকেই মন্তব্য করছিলেন, সুস্মিতার রাজনৈতিক জীবন শেষ হয়ে গিয়েছে৷ সে প্রসঙ্গ টেনে দুইবারের প্রাক্তন সাংসদ বলেন, রাজনীতিতে শেষকথা বলে কিছু নেই৷ তাতে সায় জানান শিলচরের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পুরপ্রধান বীথিকা দেবও৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker