NE UpdatesHappeningsBreaking News

মায়ানমার সার্জিক্যাল স্ট্রাইকের নায়কই এখন ভরসা মণিপুর পুলিশের

ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর : এন বীরেন সিংহের সরকার এখন অবসরপ্রাপ্ত সেনা অফিসারের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে৷ সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট (কমব্যাট) পদে নিযুক্ত করা হয়েছে কর্নেল ( অবসরপ্রাপ্ত) নেকটার সনজেনবাম৷ ২০১৫ সালে মায়ানমারে ঢুকে ভারতীয় জঙ্গিশিবির ধ্বংসে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তাতে তিনিই মুখ্য ভূমিকা নিয়েছিলেন৷ কীর্তিচক্র ও শৌর্যচক্রে ভূষিত এই সেনা কর্তাকে আগামী পাঁচ বছরের জন্য নিযুক্তি দিয়েছে মণিপুর সরকার৷ বীরেন সিংহরা আশাবাদী, রাজ্যে অশান্তি ঠেকাতে উপযুক্ত দাওয়াই প্রয়োগ করবেন তিনি৷
সনজেনবামের জন্যই সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট (কমব্যাট) পদ সৃষ্টি করা হয়েছে মণিপুর পুলিশে৷ মন্ত্রিসভার বৈঠকে তাঁকে নিযুক্তির প্রস্তাব চূড়ান্ত হয়৷ পরে গত সপ্তাহে রাজ্যপাল তাতে অনুমোদন জানান৷
দুই দশক ধরে নানা জঙ্গিবিরোধী অভিযানে অংশ নিয়েছেন সনজেনবাম৷ গত বছর সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসর নেন৷ কেন্দ্র অবশ্য আগে থেকেই আইপিএস অফিসার কুলদীপ সিংহকে রাজ্য সরকারের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করে রেখেছে৷ হিংসার প্রেক্ষিতে বদলে দেওয়া হয়েছে ডিজিপিকেও৷ পি ডাঙেলের জায়গায় এলেন রাজীব সিংহ৷ কিন্তু অবস্থার তেমন হেরফের হচ্ছিল না৷

নিরাপত্তা রক্ষীরা শুক্রবার ইম্ফলে বসবাসকারী ৫ কুকি পরিবারের ২৪ জনকে অন্যত্র সরিয়ে নেয়৷ লাগাতার হিংসার মধ্যেও তাঁরা ইম্ফল ছাড়েননি৷ এ বার রক্ষীরাই নিরাপত্তার কথা বলে তাদের সরে যেতে বললেন৷
কংগ্রেস নেতা পি চিদাম্বরম বললেন, এর মধ্য দিয়েই মণিপুরে এথনিক ক্লিনজিং সম্পন্ন হল৷ এক্স-এ (প্রাক্তন টুইটার) তিনি লিখেন, একটা রাজ্য সরকারের নেতৃত্বে এথনিক ক্লিনজিং চলছে৷ কেন্দ্র দাবি করছে, সংবিধান মেনেই রাজ্য সরকার কাজ করছে৷ এর চেয়ে বড় লজ্জার আর কী হতে পারে!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker