NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মায়ং কলেজ কাণ্ডে ধৃত ১২
ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি: বাংলায় নোটিশ লেখায় মরিগাঁওয়ের মায়ং আঞ্চলিক কলেজে ঢুকে ছাত্র সংগঠনের এক নেতাকে হাঁটু গেড়ে বসে কান ধরে রাখতে বাধ্য করার ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ ঘটনার প্রতিবাদে কলেজের ছাত্রছাত্রীরা সোমবার রাস্তা অবরোধ করায় শেষ পর্যন্ত পুলিশ কলেজে দাদাগিরি চালানো দ্বীপজ্যোতি হীরা, স্বপন দাস, হেমন্ত দাস ও মনিরত্ন ডেকা নামে ওই চার যুবককে গ্রেফতার করেছে। পরে মরিগাঁও থেকে ধরা হয় আরও আটজনকে৷ এই ঘটনার জন্য মরিগাঁও জেলা সভাপতিকে সতর্ক করে বিবৃতি দিয়েছেন বীর লাচিত সেনার প্রধান সম্পাদক রণ্টু পানিফুকন।
মায়ং কলেজ কাণ্ডে সারা আসাম বাঙালি সুরক্ষা মঞ্চ, সারা অসম বাঙালি পরিষদের মতো সংগঠনগুলি গর্জে ওঠে। থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে কলেজের ছাত্র সংগঠনও থানায় অভিযোগ জানায়। বরাক উপত্যকাতেও এ নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমত ঝড় বইছে৷
Also Read: বাংলায় নোটিশ লেখায় মায়ং কলেজের সাধারণ সম্পাদককে কান ধরে ওঠবস, প্রতিবাদ বরাকে