NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
মামলা চলাকালে দুই পক্ষের বোঝাপড়ার দরুন শাস্তির হার কম, মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ২ ডিসেম্বর: অসমে অভিযুক্তদের অপরাধী প্রমাণের হার কম। তিন বছর আগে মাত্র পাঁচ শতাংশ অভিযুক্তের শাস্তি হতো। এখন তা ২৩ শতাংশ। তা যে সন্তোষজনক নয়, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই তা স্বীকার করেন। এর জন্য বিচারের দীর্ঘসূত্রীতার সঙ্গে তিনি সংখ্যালঘুদেরও অনেকটা দায়ী করেন। কাছাড় জেলার লক্ষীপুরে মহকুমা আদালত ভবনের উদ্বোধন করে তিনি বলেন, ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়ে মামলা দায়ের করলেও নিম্ন অসমের মহিলারা বিচার চলাকালে অপরাধীদের সঙ্গে বোঝাপড়ায় যেতে বাধ্য হন। এই পরিস্থিতির পরিবর্তনের আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সে জন্য পুলিশ, আইনজীবী এবং বিচারব্যবস্থাকে একযোগে কাজ করতে হবে। গৌহাটি হাই কোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণইকে মঞ্চে বসিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা ও শিশুর ওপর সংঘটিত যৌন নির্যাতনের মামলাগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে।