Barak UpdatesHappeningsBreaking News
মান রাখল বরাকের চার কন্যা
ওয়েটুবরাক, 22 মেঃ সেবা পরিচালিত মাধ্যমিকের ফলাফলে বরাক উপত্যকার মান রাখল দুই জেলার চারজন৷ সবাই ছাত্রী, বরাকের গর্বিত চার কন্যা৷ সিনম জাইফাবি চানু, ঋতজা দেব, দীক্ষিতা ভট্টাচার্য ও সুকন্যা দাস৷ কাবুগঞ্জ হোলিক্রশ স্কুলের সিনম চতুর্থ এবং ঋতজা-দীক্ষিতা দুইজনই নবম স্থান অধিকার করেছে৷ ঋতজা শিলচর কলেজিয়েট স্কুলের ছাত্রী৷ দীক্ষিতা পড়ে শিলচর হোলিক্রশ হায়ার সেকেন্ডারি স্কুলে৷ করিমগঞ্জ জেলার রোল্যান্ডস মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী সুকন্যা দাস নবম স্থান অধিকার করেছে৷
এ বার অবশ্য রাজ্যে মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা এবং পাশের সংখ্যায়ও কন্যারা বেশি৷ মোট পরীক্ষার্থী ছিল 415324জন৷ তাদের মধ্যে ছেলে 190765জন, মেয়ে 224559জন৷ তাদের মধ্যে পাশ করেছে 142524জন ছাত্র এবং 159356জন ছাত্রী৷ তবে পাশের হারে কিন্তু মেয়েরা পিছিয়ে৷ ছাত্ররা 74.71 শতাংশ উত্তীর্ণ হলেও ছাত্রীদের ক্ষেত্রে এই হার 70.96 শতাংশ৷ সার্বিক ভাবে পাশের হার 72.69 শতাংশ৷
এ বার আসলে পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল 422203জন৷ শেষপর্যন্ত পরীক্ষায় বসেনি 6879জন৷ 239 জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দরুন বহিষ্কৃত হয়েছে৷ 14 জনের ফল আটকে রাখা হয়েছে৷ এই উইথহেল্ড রেজাল্টের ব্যাপারে পরীক্ষার্থীদের চার মাসের মধ্যে সেবা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে৷ চার মাসের মধ্যে না করলে ফলাফল বাতিল বলে গণ্য হবে বলে সেবা কর্তৃপক্ষ জানিয়েছেন৷